TRENDING:

Bankura News: প্রায় বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্য ‘বাঁকুড়া গামছা’, জানেন কেমন সেই গামছা? দেখে নিন

Last Updated:
Bankura Special Gamcha: হাতে বোনা তাঁতের গামছা । কোমল সুতোর গামছা স্পর্শ করলেই যেন ছোঁয়া লাগছে গ্রাম বাংলার। ভাবছেন কোথায় পাবেন এই গামছা ?
advertisement
1/6
প্রায় বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্য ‘বাঁকুড়া গামছা’, জানেন কেমন সেই গামছা? দেখে নিন
হাতে বানানো তাঁতের গামছা। যেমন নরম, সেইরকম টেকসই। বছরের পর বছর ধরে চলে আসছে বাঁকুড়ার রাজোগ্রামের তাঁত শিল্পীদের বিশেষ গামছা বানানোর ঐতিহ্য। অজানা অনেকেরই।
advertisement
2/6
লাল মাটির দেশ বাঁকুড়া । ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার গ্রাম । তাদেরই একটি হল রাজগ্রাম। এই গ্রামের বিশেষ ঐতিহ্য তাঁত শিল্প। তাঁতের বিভিন্ন বস্ত্র এবং বিশেষ গামছা এক সময়ে প্রিয় ছিল বাংলার বিভিন্ন জায়গায়। এখনও সেই গামছা পাবেন রাজগ্রামে গেলে।
advertisement
3/6
নরম , টেকসই আর আরামদায়ক। ত্বকের জন্য ভাল। খাঁটি সুতির এই হাতে বানানো গামছার উপকার অনেক।
advertisement
4/6
তাঁতিরা(আনন্দ কুন্ডু) বলছেন ভালোবেসে যত্ন নিয়ে হাতে বানানো গামছা ব্যাবহার করার মজাই আলাদা। কারখানায় বানানো গামছার জল ধারণ করার ক্ষমতা কম। অপরদিকে হাতে বানানো রাজগ্রামের তাঁতের গামছা এগিয়ে অনেক, গা মোছা যায় খুব সহজেই। আবার নরম বলে ত্বকের জন্যেও ভাল এই গামছা, এমনটাই জানান তাঁত শিল্পীরা।
advertisement
5/6
বছর দশেকের ওপর বন্ধ পরে আছে তাঁত সমবায় সমিতি। পরিত্যক্ত এই সমিতিতে এখনও নষ্ট হচ্ছে তাঁত বোনার সুতো। সরকারি ব্যাংকের কাছে ধার ৬৮ লক্ষেরও বেশি। তবুও সকল প্রতিকূলতাকে জয় করে তাঁত বুনবেন রাজগ্রামের তাঁত শিল্পীরা
advertisement
6/6
তবে আর দেরি কেন? বাঁকুড়া আসলে কিনে নিন এই গামছা! আর কয়েক বছর পর না পেলেও পেতে পারে
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: প্রায় বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্য ‘বাঁকুড়া গামছা’, জানেন কেমন সেই গামছা? দেখে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল