TRENDING:

Mid Day Meal: স্কুল তো নয় যেন পুষ্টির খনি! রোজ রোজ মহাভোজ! বাঁকুড়ার এই স্কুলের এখন প্রশংসায় পঞ্চমুখ সব্বাই

Last Updated:
Mid Day Meal: বাঁকুড়ার ওন্দার, পুনিশোলের অন্তর্গত এই বিদ্যালয়ের পিছনে রয়েছে বড় সবজি বাগান। এই সবজি বাগান শুরু হয় ২০২৪ সালে।
advertisement
1/6
স্কুল তো নয় যেন পুষ্টির খনি! রোজ রোজ মহাভোজ! বাঁকুড়ার এই স্কুলের প্রশংসায় পঞ্চমুখ সব্বাই
আজ আপনাদেরকে এমন একটি স্কুলের কথা বলব যে স্কুলে একটি ছাত্র কিংবা ছাত্রী অভুক্ত থাকে না। বাঁকুড়ার ওন্দার, পুনিশোলের অন্তর্গত ভোলা হিরাপুর নেতাজি সুভাষ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের পিছনে রয়েছে বড় সবজি বাগান। এই সবজি বাগান শুরু হয় ২০২৪ সালে।
advertisement
2/6
যখন শাকসবজি এবং আলু পেঁয়াজের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে পৌঁছেছিল তখন বিদ্যালয়ের পরিচালনা সমিতির সঙ্গে আলোচনা করে নেওয়া হয় এই সিদ্ধান্ত। ২০২৫ সালে দাঁড়িয়ে এই সবজি বাগান, মিড ডে মিলের বেশিরভাগ যোগানটাই দিয়ে যাচ্ছে।
advertisement
3/6
ইতিমধ্যেই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে এই বিদ্যালয়। অন্যান্য সরকারি বিদ্যালয়গুলির কাছে একটি দৃষ্টান্ত স্বরূপ সবজি বাগান তৈরি করে, ছাত্র-ছাত্রীদের খাবারে পুষ্টির মান বজায় রাখছে ভোলা হিরাপুর নেতাজি সুভাষ উচ্চ বিদ্যালয়।
advertisement
4/6
বাগানে রয়েছে বরবটি, বেগুন, বিনস, টমেটো, ঝিঙে, লাউ, কুমড়ো , পুঁই, গাজর এবং ঢেঁড়স। এছাড়াও লাগান রয়েছে কিছু গাছ যেমন, শাল, সেগুন, বহেড়া, সিঁদুর এবং রুদ্রপলাশ। বিদ্যালয় মিড ডে মিল বাদ দিয়েও নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরাও চাইলে পেতে পারে খাবার।
advertisement
5/6
একটি বিদ্যালয় একটি ছাত্র-ছাত্রীর কাছে নিজের বাড়ির থেকেও বড় আসনে স্থান পায়। শিক্ষা থেকে খেলাধুলো এবং একসঙ্গে বসে খাওয়া দাওয়া। সবকিছুর জন্য বিদ্যালয় যেন এক রঙিন স্মৃতি। সে কারণে সরকারি উদ্যোগে মিড ডে মিল এক দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে সাধারণ মানুষের চোখে।
advertisement
6/6
প্রধান শিক্ষক তরুণ কুমার চ্যাটার্জী বলেন,"ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ পুষ্টি প্রদান করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ।"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mid Day Meal: স্কুল তো নয় যেন পুষ্টির খনি! রোজ রোজ মহাভোজ! বাঁকুড়ার এই স্কুলের এখন প্রশংসায় পঞ্চমুখ সব্বাই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল