TRENDING:

Bankura News: বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলে সরকারি ইংলিশ মাধ্যম স্কুল! শুরু ভর্তির প্রক্রিয়া

Last Updated:
Bankura News: বাঁকুড়া জেলার অর্ন্তগত খাতড়া মহকুমার অধীনস্ত রাণীবাঁধ ব্লকের শুকনিবাসা নামক গ্রামে একটি সরকারি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল আছে।
advertisement
1/6
বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলে সরকারি ইংলিশ মাধ্যম স্কুল! শুরু ভর্তির প্রক্রিয়া
বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলে রয়েছে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় জানতেন কি আপনি? বাঁকুড়া জেলার অর্ন্তগত খাতড়া মহকুমার অধীনস্ত রাণীবাঁধ ব্লকের শুকনিবাসা নামক গ্রামে একটি সরকারি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল আছে। সেই স্কুলেরও ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
নোটিশ অনুযায়ী নিউ ইন্টেগ্রেটেড গভার্নমেন্ট স্কুল, রাণীবাঁধ সুকনিবাসা (ইংরেজি মাধ্যম)-এ ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রি-প্রাইমারি থেকে ক্লাস IX পর্যন্ত ভর্তি প্রক্রিয়া ডিসেম্বর মাসে হবে। লটারি ড্র, ফাইনাল লিস্ট ও প্রয়োজন হলে ওয়েটিং লিস্ট ১২ ডিসেম্বর প্রকাশ করা হবে। ফাইনাল লিস্টে নির্বাচিত প্রার্থীদের ভর্তি ১৬ থেকে ১৮ ডিসেম্বর সম্পন্ন হবে। এরপর ১৯ ডিসেম্বর খালি আসনের তালিকা প্রকাশ করা হবে এবং প্রয়োজন হলে ২০ ডিসেম্বর ওয়েটিং লিস্ট থেকে ভর্তি নেওয়া হবে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
নোটিশের সাধারণ নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট আসনের তুলনায় আবেদন বেশি হলে ভর্তি সম্পূর্ণভাবে লটারি পদ্ধতিতে করা হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না থাকলে তা গ্রহণযোগ্য হবে না এবং বাতিল বলে গণ্য হবে। লটারির মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের ফাইনাল লিস্ট ও ওয়েটিং লিস্ট ১২ ডিসেম্বর প্রকাশ করা হবে।
advertisement
4/6
ওয়েটিং লিস্টের প্রার্থীরা শুধুমাত্র আসন খালি থাকলে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ক্লাস I থেকে IX-এ ভর্তি হতে ট্রান্সফার সার্টিফিকেট এবং ক্লাস I থেকে VIII পর্যন্ত ভর্তি হতে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক, নয়ত ভর্তি গ্রহণযোগ্য হবে না।
advertisement
5/6
স্কুলের বিভিন্ন শ্রেণিতে মোট শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে—যেখানে প্রি-প্রাইমারিতে ৪০টি, ক্লাস I-এ ৩৫টি, ক্লাস II-এ ৩৭টি, ক্লাস III-এ ৩৮টি, ক্লাস IV-এ ৩৭টি, ক্লাস V-এ ৩৭টি, ক্লাস VI-এ ৩২টি, ক্লাস VII-এ ২৫টি, ক্লাস VIII-এ ১৭টি এবং ক্লাস IX-এ ১৩টি আসন খালি রয়েছে। প্রতিটি শ্রেণিতে SC, ST, OBC-A, OBC-B, CWSN এবং EWSS সহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ করা হয়েছে।
advertisement
6/6
পাশাপাশি হোস্টেলের জন্যও আসন নির্ধারণ আছে—ছেলেদের জন্য মোট ৮টি এবং মেয়েদের জন্য ৪টি আসন, যা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়েছে।খাতড়া থেকে রাণীবাঁধ যাওয়ার সময় কেলাপাথর নামক জায়গায় নামতে হবে।সেখান থেকে ঢালাই রাস্তা দিয়ে গেলে স্কুলটি দেখতে পাবেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলে সরকারি ইংলিশ মাধ্যম স্কুল! শুরু ভর্তির প্রক্রিয়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল