TRENDING:

দুর্যোগের রাতে ভেঙে পড়েছে পরপর বাড়ি! সর্বস্ব খুইয়ে 'এই' গ্রামবাসীদের ঠিকানা এখন... রাজ্য সরকারের আবাস দেওয়ার আশ্বাস পঞ্চায়েতের

Last Updated:
Heavy Rain: গ্রামের ছয়টি পরিবারের এখন বসবাস প্রাইমারি স্কুলে। জেলায় দফায় দফায় বৃষ্টিপাত আর এর ফলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষি থেকে শুরু করে কাঁচা বাড়িতে থাকা পরিবারগুলি।
advertisement
1/6
দুর্যোগের রাতে ভেঙে পড়েছে পরপর বাড়ি! রাজ্য সরকারের আবাস দেওয়ার আশ্বাস পঞ্চায়েতের
<strong>বাঁকুড়া, অনিকেত বাউরী:</strong> কোনরকমে প্রাণে বেঁচে আশ্রয় হয়েছে প্রাইমারি স্কুলে! এই গ্রামে ছয়টি পরিবারের এখন বসবাস প্রাইমারি স্কুলে। জেলায় দফায় দফায় বৃষ্টিপাত আর এর ফলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষি থেকে শুরু করে কাঁচা বাড়িতে থাকা পরিবারগুলি।
advertisement
2/6
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লক ও বেলিয়াতোড় থানার অন্তর্গত পিড়রাবনী গ্রাম পঞ্চায়েতের বারবেন্দ্যিয়া গ্রামের ছয়টি পরিবারের এখন ঠিকানা বারবেন্দ্যিয়া‌ প্রাথমিক বিদ্যালয়। প্রায় ১৫ দিন ধরে এই পরিবারগুলি অসহায় হয়ে আশ্রয় নিয়েছেন এখানে। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
3/6
বাঁকুড়া জেলায় দফায় দফায় নিম্নচাপ দেখা গিয়েছে। এর ফলে বাঁকুড়ার এই বারবেন্দ্যিয়া গ্রামের ছয়টি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। বাড়িতে থাকা পরিবারের লোকজনেরা কোনরকমে প্রাণ হাতে নিয়ে বাইরে বেরিয়েছেন দুর্যোগের সময়। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
4/6
এই গ্রামের নিভা পাল ও ছবিতা শর্মার মত অসহায় ও ক্ষতিগ্রস্তরা জানাচ্ছেন, "ভারী বৃষ্টিপাতের কারণে মাটির বাড়ি ভেঙে পড়েছে। আমরা সেই সময় বাড়ির ভিতরে থাকলেও ভাগ্যক্রমে বেঁচে যাই"। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
5/6
"এখন আমরা অসহায় ও নিরুপায় হয়ে কোনরকমে প্রাইমারি স্কুলে ঠাঁই নিয়েছি। তবে কতদিন আমরা এখানে এইভাবে থাকব? যদি মানবিক সরকারের পক্ষ থেকে আমাদের বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা নিজেদের একটা আশ্রয় পাব।" (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
6/6
গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সভাপতি তারাশঙ্কর মন্ডল বলেন, এই অসহায় পরিবারগুলির পাশে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি সর্বদাই আছে। দ্বিতীয় লটে রাজ্য সরকারের আবাস যোজনার বাড়ি এই পরিবারগুলো পাবে ।(ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
দুর্যোগের রাতে ভেঙে পড়েছে পরপর বাড়ি! সর্বস্ব খুইয়ে 'এই' গ্রামবাসীদের ঠিকানা এখন... রাজ্য সরকারের আবাস দেওয়ার আশ্বাস পঞ্চায়েতের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল