Mukutmanipur: "যেখানেই পা দিচ্ছি সেখানেই.." মুকুটমণিপুরে বিরক্ত পর্যটকেরা! ঘুরতে যাওয়ার আগে ভাবুন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
বাঁকুড়ার মুখ্য পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর। এই প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জায়গা, প্রতিনিধিত্ব করে গোটা জেলার। অথচ আবর্জনার চাপে ব্যতিব্যস্ত স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী এবং পর্যটকেরা।
advertisement
1/7

এবারের পর্যটন মরশুমে কী হয়নি মুকুটমণিপুরে? নৌকা রেস থেকে শুরু করে! দেদার পিকনিক, আনন্দ- খাওয়া-দাওয়া এবং ফুর্তি। তবে তারই মধ্যে মানুষের ফেলে যাওয়া আবর্জনায় গলা বুজে গেছে বাঁকুড়ার রানীর। নোংরা আবর্জনায় ভরে গেছে মুকুটমণিপুর।
advertisement
2/7
প্লাস্টিকের প্যাকেট থেকে শুরু করে ড্যামের মধ্যে প্লাস্টিকের বোতল, অন্যান্য বারের তুলনায় এইবার শীতের পর পর যেন আবর্জনায় চাপা পড়েছে মুকুটমণিপুর।এই আবর্জনার চাপে ব্যতিব্যস্ত স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী এবং পর্যটকেরা।
advertisement
3/7
বাঁকুড়ার মুখ্য পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর। এই প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জায়গা, প্রতিনিধিত্ব করে গোটা জেলার। সেই দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতায় বেশ কিছুটা গাফিলতি দেখা গেল। পিকনিক মরশুম আছে জেনেও কেন নেই কোনও ব্যবস্থা? কেন এত আবর্জনা? প্রশ্ন করছেন স্থানীয় এক ব্যবসায়ী।
advertisement
4/7
মানুষ মুকুটমনিপুর আসে, জল,জঙ্গল এবং পাহাড়ে একটু একাকীত্ব সময় কাটাতে। তবে এমন আবর্জনা থাকলে, নষ্ট হয়ে যাবে পরিবেশ। কমে যাবে পর্যটক আনাগোনা। খাতড়া মহকুমার মুকুটমণিপুরের আবর্জনা যাতে প্রশাসনের নজরে আছে এবং প্রশাসন যাতে ব্যবস্থা নেয় সেটাই চাইছে সাধারণ মানুষ।
advertisement
5/7
অপরদিকে ভোরবেলার ঠান্ডা থাকলেও, বেলা বাড়লে রোদে পুড়ছেন পর্যটকরা। স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা মনে করেন নতুন কিছু না করলে, মুকুটমণিপুরে মানুষ আসার সংখ্যা কমতে থাকবে। তার সঙ্গে বাড়তি চিন্তার কারণ আবর্জনা এবং প্লাস্টিক।
advertisement
6/7
কংসাবতী জলাধারের নীল জলরাশি, গোটা জলাধার বিস্তৃত ছোট বড় টিলা। হরিণের দ্বীপ এবং পাহাড়ের উপরে শিবের মন্দির। সঙ্গে নৌকো বিহারের সুবিধা। সবকিছুই অপেক্ষা করছে পর্যটকদের জন্য।
advertisement
7/7
তবে একটি পরিষ্কার পরিচ্ছন্ন মুকুটমনিপুর চাইছে সাধারণ মানুষ এবং পর্যটকেরা। যদিও পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও। সচেতনতার অভাবে পর্যটকেরাই অপরিষ্কার করছেন ঘোরার জায়গা গুলি, ব্যবহার করা প্লাস্টিক ফেলে দিচ্ছেন যত্রতত্র। একটু সচেতনতা অবলম্বন করার পাশাপাশি প্রশাসন উদ্যোগ নিলে পাল্টে যাবে চিত্র।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mukutmanipur: "যেখানেই পা দিচ্ছি সেখানেই.." মুকুটমণিপুরে বিরক্ত পর্যটকেরা! ঘুরতে যাওয়ার আগে ভাবুন