TRENDING:

প্রাণ হাতে নিয়ে চলছিল...! বিধায়কের কানে আসতেই 'অ্যাকশন'! বাঁকুড়ায় বড় উদ্যোগ

Last Updated:
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নদী পারাপার করিয়ে দিলেন বিধায়ক
advertisement
1/6
প্রাণ হাতে নিয়ে চলছিল...! বিধায়কের কানে আসতেই 'অ্যাকশন'! বাঁকুড়ায় বড় উদ্যোগ
<strong>বাঁকুড়া, অনিকেত বাউরীঃ</strong> শালী নদীর জলে নামল সিভিল ডিফেন্সের টিম। ভগ্ন কজওয়ের উপর জীবনের ঝুঁকি নিয়ে পারাপার রুখতে ও পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ যাতায়াত ব্যবস্থা জেলা প্রশাসনের।
advertisement
2/6
প্রাণ হাতে নিয়ে চলছিল...! বিধায়কের কানে আসতেই 'অ্যাকশন'! বাঁকুড়ায় বড় উদ্যোগ
গত শুক্রবার বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের ভৈরবডাঙ্গা গ্রামের কজওয়েটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শালী নদী। সেই নদীর উপরে থাকা গুরুত্বপূর্ণ কজওয়েটির ওপর নির্ভরশীল ১০-১৫টি গ্রামের মানুষ ও স্কুল-কলেজের পড়ুয়ারা (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
3/6
এই কজওয়ে ভেঙে যাওয়ায় এই গ্রামের মানুষগুলির যাতায়াত, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কিছু কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়েও ওই কজওয়ের উপর দিয়ে পারাপার করছিলেন। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
4/6
এই বিষয়টি স্থানীয় বিধায়ক অলোক মুখার্জির কানে আসা মাত্রই তিনি জেলাশাসক ও মহকুমা শাসককে জানান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সিভিল ডিফেন্সের টিম বসানো হয় ওই গ্রামে। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
5/6
সোমবার সকালে ভৈরবডাঙ্গা গ্রামে যান বিধায়ক অলোক মুখার্জি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এছাড়াও তিনি পরীক্ষার্থীদের নিয়ে সিভিল ডিফেন্সের সঙ্গে নদী পারাপার করিয়ে দেন। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
6/6
বিধায়ক অলোক মুখার্জি বলেন, এসএসসি পরীক্ষার্থী ও আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এই গ্রামে সিভিল ডিফেন্সের টিম বসানো হয়েছে। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
প্রাণ হাতে নিয়ে চলছিল...! বিধায়কের কানে আসতেই 'অ্যাকশন'! বাঁকুড়ায় বড় উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল