Bankura News: খরা কাটবে ঝগড়াপুরে, এবার ঘরে আসবে গোলা ভরা ধান! আড়াই কোটির প্রকল্পে প্রাণ ফিরে পাচ্ছে ‘বড়বাঁধ’
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Bankura News: ২ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৫০০ জন কৃষক সেচ সুবিধা ও কৃষিজ উন্নয়নের সুফল পাবেন।
advertisement
1/6

কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ছাতনা ব্লকের ঝগড়াপুর এলাকার গুরুত্বপূর্ণ জলাধার বড়বাঁধ সংস্কার কাজের সূচনা হল। মুখ্যমন্ত্রী প্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির হাওয়া বইছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বস্তিতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। (ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৫–২৬ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য মোট ২ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। ঝগড়াপুর বড়বাঁধ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কার্যকারিতা হারাচ্ছিল। ফলে বর্ষার জল সংরক্ষণ ও সেচ ব্যবস্থায় সমস্যা হচ্ছিল বলে অভিযোগ ছিল।
advertisement
3/6
বাঁধ সংস্কার সম্পূর্ণ হলে প্রায় ৫০০ জন কৃষক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। পর্যাপ্ত সেচজল পাওয়া গেলে চাষাবাদে নির্ভরতা বাড়বে, একাধিক ফসল ফলানো সম্ভব হবে এবং কৃষিজ উৎপাদনও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
4/6
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের তত্ত্বাবধানে এই সংস্কার কাজটি সম্পন্ন করা হচ্ছে। আধুনিক পদ্ধতিতে বাঁধ মজবুত করা, জলধারণ ক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী পরিকাঠামো গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
advertisement
5/6
এই প্রসঙ্গে ছাতনা ব্লক ATMA কমিটির চেয়ারম্যান শংকর চক্রবর্তী বলেন, “বহুদিন ধরে এলাকার মানুষের এটা ইচ্ছা ছিল। দু কোটি ৪৩ লক্ষ টাকা স্যাংশন হয়েছে। কাজ শুরু হয়েছে। ৫০০ জন উপভোক্তা রয়েছে। আশা করছি মানুষের ভাল হবে এবং ষোলআনার একটা রোজগার হবে।”
advertisement
6/6
প্রশাসনের মতে, ঝগড়াপুর বড়বাঁধ সংস্কার প্রকল্প বাস্তবায়িত হলে কৃষির সঙ্গে যুক্ত মানুষের আর্থিক অবস্থার উন্নতি হবে। পাশাপাশি জল সংরক্ষণ ও সেচ ব্যবস্থার মাধ্যমে এলাকার সামগ্রিক গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। (ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: খরা কাটবে ঝগড়াপুরে, এবার ঘরে আসবে গোলা ভরা ধান! আড়াই কোটির প্রকল্পে প্রাণ ফিরে পাচ্ছে ‘বড়বাঁধ’