বোতলবন্দি করেছেন বিরাট, সচিন, সৌরভকে! কীভাবে এমন সম্ভব? বাঁকুড়ার এই ব্যক্তি আসলে শিল্পী নাকি 'জাদুকর'!
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
বোতলবন্দি করেছেন বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার এবং সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মা দুর্গাকেও। কীভাবে বোতলের ভিতরে ঢুকছেন তাঁরা?
advertisement
1/6

<strong>বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়:</strong> প্রথম কাচের বোতল তৈরি হয় ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে। এই বোতল বিভিন্ন কাজে ব্যবহার করা হলেও বাঁকুড়ার এক ব্যক্তি কাচের বোতল নিয়ে করছেন শৈল্পিক বিপ্লব।
advertisement
2/6
পান করার জন্য বোতল ব্যবহার না করে, কাচের বোতল নিয়ে তিনি করছেন শিল্পকর্ম! এমন শিল্পকর্ম তিনি করছেন যা দেখে সাধারণ মানুষ অবাক। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
advertisement
3/6
বোতলবন্দি করেছেন বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার এবং সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মা দুর্গাকেও। কীভাবে বোতলের ভিতরে ঢুকছেন তাঁরা? কেউ তা জানে না। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
advertisement
4/6
বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান, একটি ছোট্ট বোতলের ফুটো দিয়ে একটু একটু করে মাটি ঢুকিয়ে তৈরি করা হয় মূর্তিটি। মূর্তিটি শুরু হয় পা থেকে। পা থেকে মাথা পর্যন্ত মাপ বুঝে বুঝে বোতলের মধ্যে শিল্পকর্ম তৈরি করতে হয়েছে ধৈর্য ধরে। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
advertisement
5/6
ভিতরের মূর্তিকে শুকিয়ে সরু তুলি ঢুকিয়ে রং করতে হয়। হাত নড়ানোর জায়গা নেই খুব একটা। শিল্পীর শিল্প সত্ত্বা ফুটে উঠেছে এই বোতল আর্টের মাধ্যমে। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
advertisement
6/6
শিল্পীর শিল্প সত্ত্বা ফুটে উঠেছে এই বোতল আর্টের মাধ্যমে। বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান, "প্রায় ৩০ বছর ধরে একটু একটু করে কাজটা করছি। অনেকক্ষণ বসে করা যায় না। চোখে কষ্ট হয়। ("ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বোতলবন্দি করেছেন বিরাট, সচিন, সৌরভকে! কীভাবে এমন সম্ভব? বাঁকুড়ার এই ব্যক্তি আসলে শিল্পী নাকি 'জাদুকর'!