Bankura News: ২ টাকার জিনিস শিল্পীর হাতের যাদুতে ১৫০ টাকা! বাঁকুড়া ঘুরতে এই গ্রামে গেলেই বুঝতে পারবেন কদর কতটা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
বাঁকুড়া ঘুরতে গেলে ভুলবেন না শিল্পীদের গ্রাম ঘুরতে
advertisement
1/6

বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রামের কাঠ শিল্প ঐতিহ্যবাহী শিল্প।
advertisement
2/6
কেঞ্জাকুড়া গ্রাম বিখ্যাত তার অতিকায় জিলিপি, মুড়ির মেলা এবং কাঁসা শিল্পের জন্য। কাঁসা শিল্প ছাড়াও কেঞ্জাকুড়ার কাঠের শিল্প ছড়িয়েছে দেশের বিভিন্ন বাজারে।
advertisement
3/6
কাঠ শিল্পীদের অন্যতম হলেন সাধন কর্মকার। সমগ্র গ্রামে ২৪ জন কাঠের শিল্পী রয়েছেন। মাত্র দুইজন কাঠ শিল্পী সুযোগ পেয়েছিলেন সরকারিভাবে বাইরে গিয়ে কাজ শিখে আসার, তাদের মধ্যে একজন হলেন সাধন কর্মকার।
advertisement
4/6
বাড়িতেই কাজ করেন প্রায় ১০ জন মহিলা। শিল্পচর্চা করে স্বনির্ভরতার পথ দেখছেন তাঁরা। একটি ব্যবসা বা একটি শিল্প তখনই যথার্থতা পায় যখন পারিপার্শ্বিক সমাজও সেই শিল্প কিংবা ব্যবসাকে কেন্দ্র করে বেড়ে ওঠে এমনটাই মনে করেন সাধন কর্মকার।
advertisement
5/6
বিশিষ্ট কাষ্ঠ শিল্পী জানালেন, "কাঠের জিনিসের চাহিদা রয়েছে, তবে ভালবেসে গুণগতমান বজায় রেখে কাজ করতে হবে। মাত্র দুই টাকার কাঠ দিয়ে তৈরি করা একটি কাঠের জিনিস বিক্রি করতে পারবেন প্রায় ১৫০ টাকায়।"
advertisement
6/6
এইবার যদি কেঞ্জাকুরা গ্রামে আসেন তাহলে অবশ্যই ঘুরে দেখুন কাঠের শিল্পীদের বাড়ি। আপনাকে সাদরে অভ্যর্থনা জানাবেন তাঁরা। পছন্দ হলে কিনে নিন চোখ ধাঁধানো কাঠের জিনিস।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: ২ টাকার জিনিস শিল্পীর হাতের যাদুতে ১৫০ টাকা! বাঁকুড়া ঘুরতে এই গ্রামে গেলেই বুঝতে পারবেন কদর কতটা