TRENDING:

Bankura News: পেশায় ডাক্তার, তবে নেশা অন্যরকম! এই ডাক্তারবাবুর গল্প শুনলে আপনিও অবাক হবেন গ্যারান্টি

Last Updated:
বাঁকুড়ার একজন চিকিৎসক, পেশায় চিকিৎসক কিন্তু নেশায় কমিকস আর্টিস্ট। বাঁকুড়া জেলার মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট সঙ্গে চিকিৎসক এবং কমিকস লেখক ডঃ সায়ন পাল লিখেছেন একাধিক কমিকস।
advertisement
1/6
পেশায় ডাক্তার, তবে নেশা অন্যরকম! এই ডাক্তারবাবুর গল্প শুনলে আপনিও অবাক হবেন গ্যারান্টি
বাঁকুড়ার একজন চিকিৎসক, পেশায় চিকিৎসক কিন্তু নেশায় কমিকস আর্টিস্ট। বাঁকুড়া জেলার মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট সঙ্গে চিকিৎসক এবং কমিকস লেখক ডঃ সায়ন পাল লিখেছেন একাধিক কমিকস।
advertisement
2/6
ব্রাজিলের সাও পাওলোয় অবস্থিত 'পিন্ডামনহাঙ্গাবা' শহরে অবস্থিত (Museu Histórico Pedagógico Dom Pedro I e Dona Leopoldina) নামক অতি প্রসিদ্ধ জাদুঘরে ব্রাজিলের 'পিন্ডামনহাঙ্গাবা ষষ্ঠ আন্তর্জাতিক কার্টুন ও ক্যারিকেচার প্রতিযোগিতা'য় প্রদর্শিত হয় বাঁকুড়ার এই শিল্পীর কাজ।
advertisement
3/6
চরিত্রের নাম 'বঙ্কু ডাক্তার', ওরফে বাঁকুড়ার চিকিৎসক ডাঃ সায়ন পাল। 'বঙ্কুডাক্তার' চরিত্রটির ওপর নিয়মিত কমিকস এঁকে চলেছেন একটি প্রখ্যাত বাংলা মাসিক পত্রিকায়।
advertisement
4/6
পেয়েছেন একাধিক রাজ্যস্তরীয় পুরস্কার। প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক রাজ্যস্তরীয় 'দিলীপ স্মৃতি' পুরস্কার পেয়েছেন পত্রভারতী প্রকাশনা থেকে।
advertisement
5/6
বাঁকুড়া শহরের লোকপুরের বাসিন্দা ডাঃ সায়ন পাল বাঁকুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন । তারপর বাঁকুড়া সম্মিমনী মেডিক্যাল কলেজ থেকে M.B.B.S এবং IPGMER থেকে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর MD ডিগ্রি অর্জন করেছেন।
advertisement
6/6
আট থেকে আশি প্রত্যেকেই পড়তে পারবেন এই কমিকসগুলি। যেমন মাস্কবাদী বঙ্কু ডাক্তারে উঠে এসেছে covid 19 এর কথা। 'পুনরাগমনায় চ'তে second wave, 'পাগল নাকি?'তে মানসিক অসুস্থতা এবং 'সুখময়বাবুর অসুখ' এ- কর্মক্ষেত্রের চাপ ও হতাশা। এভাবেই ডাঃ সায়ন পাল নিজের কমিকস-এর মাধ্যমে তুলে ধরেন সামাজিক চিন্তা ধারা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: পেশায় ডাক্তার, তবে নেশা অন্যরকম! এই ডাক্তারবাবুর গল্প শুনলে আপনিও অবাক হবেন গ্যারান্টি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল