Bankura News: পেশায় ডাক্তার, তবে নেশা অন্যরকম! এই ডাক্তারবাবুর গল্প শুনলে আপনিও অবাক হবেন গ্যারান্টি
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বাঁকুড়ার একজন চিকিৎসক, পেশায় চিকিৎসক কিন্তু নেশায় কমিকস আর্টিস্ট। বাঁকুড়া জেলার মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট সঙ্গে চিকিৎসক এবং কমিকস লেখক ডঃ সায়ন পাল লিখেছেন একাধিক কমিকস।
advertisement
1/6

বাঁকুড়ার একজন চিকিৎসক, পেশায় চিকিৎসক কিন্তু নেশায় কমিকস আর্টিস্ট। বাঁকুড়া জেলার মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট সঙ্গে চিকিৎসক এবং কমিকস লেখক ডঃ সায়ন পাল লিখেছেন একাধিক কমিকস।
advertisement
2/6
ব্রাজিলের সাও পাওলোয় অবস্থিত 'পিন্ডামনহাঙ্গাবা' শহরে অবস্থিত (Museu Histórico Pedagógico Dom Pedro I e Dona Leopoldina) নামক অতি প্রসিদ্ধ জাদুঘরে ব্রাজিলের 'পিন্ডামনহাঙ্গাবা ষষ্ঠ আন্তর্জাতিক কার্টুন ও ক্যারিকেচার প্রতিযোগিতা'য় প্রদর্শিত হয় বাঁকুড়ার এই শিল্পীর কাজ।
advertisement
3/6
চরিত্রের নাম 'বঙ্কু ডাক্তার', ওরফে বাঁকুড়ার চিকিৎসক ডাঃ সায়ন পাল। 'বঙ্কুডাক্তার' চরিত্রটির ওপর নিয়মিত কমিকস এঁকে চলেছেন একটি প্রখ্যাত বাংলা মাসিক পত্রিকায়।
advertisement
4/6
পেয়েছেন একাধিক রাজ্যস্তরীয় পুরস্কার। প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক রাজ্যস্তরীয় 'দিলীপ স্মৃতি' পুরস্কার পেয়েছেন পত্রভারতী প্রকাশনা থেকে।
advertisement
5/6
বাঁকুড়া শহরের লোকপুরের বাসিন্দা ডাঃ সায়ন পাল বাঁকুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন । তারপর বাঁকুড়া সম্মিমনী মেডিক্যাল কলেজ থেকে M.B.B.S এবং IPGMER থেকে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর MD ডিগ্রি অর্জন করেছেন।
advertisement
6/6
আট থেকে আশি প্রত্যেকেই পড়তে পারবেন এই কমিকসগুলি। যেমন মাস্কবাদী বঙ্কু ডাক্তারে উঠে এসেছে covid 19 এর কথা। 'পুনরাগমনায় চ'তে second wave, 'পাগল নাকি?'তে মানসিক অসুস্থতা এবং 'সুখময়বাবুর অসুখ' এ- কর্মক্ষেত্রের চাপ ও হতাশা। এভাবেই ডাঃ সায়ন পাল নিজের কমিকস-এর মাধ্যমে তুলে ধরেন সামাজিক চিন্তা ধারা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: পেশায় ডাক্তার, তবে নেশা অন্যরকম! এই ডাক্তারবাবুর গল্প শুনলে আপনিও অবাক হবেন গ্যারান্টি