TRENDING:

বাঁকুড়া পুলিশে 'মডার্ন যুগ'! তৈরি ঝাঁ চকচকে ফাইভ স্টার হোটেলের মতো কন্ট্রোল রুম, চলবে বিশেষ নজরদারি

Last Updated:
বারও আরও শক্তিশালী হল বাঁকুড়া পুলিশ। বাঁকুড়া পুলিশ স্বতন্ত্র প্রহরীর মতো সুরক্ষা দিচ্ছে বাঁকুড়ার জনসাধারণকে। কিন্তু জেনে নিন ঠিক কী ঘটল যার জন্য, শক্তিমত্তার দিক থেকে আরও বেড়ে গেল বাঁকুড়া পুলিশ।
advertisement
1/6
বাঁকুড়া পুলিশে 'মডার্ন যুগ'! তৈরি ঝাঁ চকচকে ফাইভ স্টার হোটেলের মতো কন্ট্রোল রুম
এবারও আরও শক্তিশালী হল বাঁকুড়া পুলিশ। বাঁকুড়া পুলিশ স্বতন্ত্র প্রহরীর মতো সুরক্ষা দিচ্ছে বাঁকুড়ার জনসাধারণকে। কিন্তু জেনে নিন ঠিক কী ঘটল যার জন্য, শক্তিমত্তার দিক থেকে আরও বেড়ে গেল বাঁকুড়া পুলিশ। সেদিকেই চোখ রয়েছে সাধারণ মানুষের। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
থাকছে অত্যাধুনিক সব ব্যবস্থা, আরও বেড়ে গেল বাঁকুড়া পুলিশের নজরদারি এবং জনসাধারণকে সেবা প্রদানকারী ব্যবস্থা। বাঁকুড়ায় ট্রাফিক পুলিশের কাছে দেখা যাচ্ছে বুলেট মোটরসাইকেল। টোন টিটকিরি করা ছেলে-মেয়েদের সামলাচ্ছে পুলিশের একটি বিশেষ ফোর্স, এছাড়াও মহিলা পুলিশদের জন্য রয়েছে চলমান টয়লেট। এবার নতুন সংযোজন একটি কন্ট্রোল রুম।
advertisement
3/6
এটি একটি নবনির্মিত কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের মাধ্যমে জনসাধারণকে প্রদান করা হবে আরও উন্নতমানের জনসেবা। কন্ট্রোল রুমের মাধ্যমে বাড়বে সিসিটিভির নজরদারি। পুলিশের চোখ ছড়িয়ে রয়েছে গোটা বাঁকুড়া জেলা জুড়ে। বাঁকুড়া শহরের এই কন্ট্রোল রুম এখন নতুন শক্তিমত্তা হয়ে উঠল।
advertisement
4/6
ঝকঝকে একটা বিরাট রুম। দেখে মনে হবে কোনও ফাইভ স্টার হোটেল। কিন্তু এখানেই খেল খতম দুষ্কৃতীদের। যা কিছু ঘটবে তা চোখের সামনে দেখতে পাবে বাঁকুড়া পুলিশ। এবার আরও পরিসর ছোট হল অপরাধকারীদের। অপরাধকারীদের রুখতে নতুন অস্ত্র সদ্য নবনির্মিত কন্ট্রোল রুম।
advertisement
5/6
অগাস্ট মাসে তৈরি হয় এই কন্ট্রোল রুমটি। অশোক কুমার প্রসাদ, আইপিএস, এডিজি এবং আইজিপি, পশ্চিমাঞ্চল, শীশ রাম ঝাঝারিয়া, আইপিএস, আইজিপি, বাঁকুড়া রেঞ্জ, আগস্ট মাসে বাঁকুড়া পুলিশ লাইনে নবনির্মিত জেলা নিয়ন্ত্রণ কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বৈভব তিওয়ারি, আইপিএস, পুলিশ সুপারিনটেনডেন্ট, বাঁকুড়ার উপস্থিতিতে।
advertisement
6/6
পুলিশ সূত্রে খবর এই কক্ষটির দ্বারা আরও সচল হবে পুলিশের সেবা। নজরদারি আরও সুঠাম হবে। জনসাধারণের মধ্যেও তৈরি হয়েছে একটি সুরক্ষার আবহাওয়া। বাঁকুড়ার বাসিন্দা অমলরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, "বাঁকুড়া পুলিশ বরাবর খুব ভাল কাজ করে। শুনেছি নতুন কন্ট্রোল রুম তৈরি হয়েছে। এতে আরও বেশি সুরক্ষিত অনুভব করছি। অপরাধীদের অপরাধ করার সুযোগটাই বন্ধ করে দিতে হবে।" (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বাঁকুড়া পুলিশে 'মডার্ন যুগ'! তৈরি ঝাঁ চকচকে ফাইভ স্টার হোটেলের মতো কন্ট্রোল রুম, চলবে বিশেষ নজরদারি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল