Bankura's First Newspaper: সম্পাদকের ভূমিকায় এক রায়বাহাদুর! ১৩৩ বছর আগে বাঁকুড়া শহর থেকে প্রথম বার প্রকাশিত হয়েছিল সংবাদপত্র
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bankura's First Newspaper: জানলে অবাক হবেন তৎকালীন বাঁকুড়ার ইতিহাস! কী ছিল এই সংবাদপত্রে?
advertisement
1/6

ইংরেজ আমলে বাঁকুড়ার সবচেয়ে প্রভাবশালী পরিবারের ইতিহাস জানলে অবাক হবেন!
advertisement
2/6
বাঁকুড়া জেলার সর্বপ্রথম এবং প্রাচীনতম পত্রিকা বাঁকুড়া দর্পণের সম্পাদক ছিলেন রায় বাহাদুর ডক্টর রামনাথ মুখোপাধ্যায়।
advertisement
3/6
১৮৯২ সালে নিজস্ব প্রেস থেকে ছেপে বের হয় এই পত্রিকার প্রথম পর্ব। বাঁকুড়া দর্পণ তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে একটি নজির সৃষ্টি করা পত্রিকা।
advertisement
4/6
পরবর্তীকালে ১৯২০ সালে শারীরিক অসুস্থতার কারণে রামনাথ মুখোপাধ্যায়ের রায় বাহাদুর খেতাব হস্তান্তর করেন ডক্টর রামরবি মুখোপাধ্যায়কে। সেই থেকে এই পত্রিকা সম্পাদনার ভার নেন তিনি।
advertisement
5/6
বাঁকুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রামরবি মুখোপাধ্যায়। শোনা যায় বাঁকুড়া স্টেশন, বাঁকুড়া মেডিকেল কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
advertisement
6/6
পরিবারের বর্তমান প্রজন্ম সোমা মুখোপাধ্যায় বলেন, আমাদের বাড়িতে উচ্চশিক্ষিত সদস্যের সংখ্যা অনেক।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura's First Newspaper: সম্পাদকের ভূমিকায় এক রায়বাহাদুর! ১৩৩ বছর আগে বাঁকুড়া শহর থেকে প্রথম বার প্রকাশিত হয়েছিল সংবাদপত্র