Bankura Heritage: দর্শকদের ভিড়ে রমরমিয়ে চলত প্রেক্ষাগৃহ, বিশ্বকবির স্মৃতিধন্য এই সাবেক বাড়ি আজ পরিত্যক্ত আবর্জনার স্তূপ
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura Heritage: বাঁকুড়া শহরে এতদিন আছেন কিন্তু জানতেনই না! রবীন্দ্রনাথ এসেছিলেন এই সিনেমা হলে।
advertisement
1/6

বাঁকুড়া জেলায় সিনেমা হলের অভাব যথেষ্ট স্পষ্ট। এক সময় বাঁকুড়ার সিনেমার রোডে রমরমা ছিল চন্ডীদাস সিনেমা হলের।ছবি ও তথ্য :নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
২০০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রমরমিয়ে চলেছিল চন্ডীদাস চিত্র মন্দির। একসময় প্রায় একমাস টানা চলেছিল জনপ্রিয় সিনেমা বাহুবলি টু।ছবি ও তথ্য :নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
তারপর আগমন ঘটে ওটিটি প্লাটফর্ম গুলির। প্রত্যেকের হাতে হাতে ঘোরে অতি বুদ্ধিমান মুঠোফোন। সেই বুদ্ধিমান মুঠোফোন গুলির সাহায্যে ঘরের ভেতর বসেই দেখা যাচ্ছে সব সিনেমাগুলি। ছবি ও তথ্য :নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
কষ্ট করে পয়সা খরচা করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার উৎসাহ কমতে থাকে বাঁকুড়াবাসীর মধ্যে। ৩০ টাকা ৪০ টাকা মূল্যের টিকিট বিক্রি হত এই চন্ডীদাস সিনেমা হলে। সিনেমা দেখার উৎসাহ কমে এবং তার সঙ্গে বন্ধ হয়ে যায় সিনেমা হল।ছবি ও তথ্য :নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
আর যেন পরিত্যক্ত এক ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে এই সুবিশাল চন্ডীদাস চিত্র মন্দির। ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় জানান একসময় চন্ডীদাস চিত্র মন্দিরে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ সিনেমা হল চত্বর জুড়ে পড়ে রয়েছে আবর্জনা। বন্ধ হয়েছে সিনেমা হলের প্রত্যেকটি দরজা।ছবি ও তথ্য :নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
6/6
আজ সিনেমা হল চত্বর জুড়ে পড়ে রয়েছে আবর্জনা। বন্ধ হয়েছে সিনেমা হলের প্রত্যেকটি দরজা।ছবি ও তথ্য :নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura Heritage: দর্শকদের ভিড়ে রমরমিয়ে চলত প্রেক্ষাগৃহ, বিশ্বকবির স্মৃতিধন্য এই সাবেক বাড়ি আজ পরিত্যক্ত আবর্জনার স্তূপ