Bankim Chandra Chattopadhyay Birth Anniversary: জরাজীর্ণ কড়িবরগার ছাদ ও সিঁড়ি, বঙ্কিমচন্দ্রের কাজের জায়গা হারিয়ে যাচ্ছে চূড়ান্ত অবহেলায়
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Bankim Chandra Chatterjee Birth Anniversary: ব্রিটিশ শাসনকালে জেলার পুরনো এই ম্যাজিস্ট্রেট অফিসেই আসেন সাহিত্য সম্রাট, হারিয়ে যাচ্ছে ইতিহাস
advertisement
1/6

ব্রিটিশ শাসনাধীন ইংরেজ আমলের ইতিহাসকে বুকে আগলে আজও ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত উত্তর ২৪ পরগনা জেলার পুরোনো ম্যাজিস্ট্রেট অফিস
advertisement
2/6
বারাসাতের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা জেলা নগর ও দায়রা আদালতের পার্শ্ববর্তী এই ইংরেজ আমলের বিল্ডিং যেন আজ ঢাকা পড়েছে আগাছায়। দেয়াল ঘেঁষে হয়েছে পার্কিং ও সুলভ শৌচালয়ের জায়গা
advertisement
3/6
ইতিহাস ঘেঁটে জানা যায়, বারাসাতের এই বিল্ডিং এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসতেন। তিনি যখন অবিভক্ত ২৪ পরগনা জেলার কালেক্টর হিসেবে নিযুক্ত হন অল্প কিছুদিনের জন্য হলেও। কিন্তু সে সময় তার নেওয়া নানা সিদ্ধান্ত নাড়া দিয়েছিল ব্রিটিশ সরকারকেও
advertisement
4/6
ঐতিহাসিক সেই বিল্ডিংটিকে পরবর্তীতে বঙ্কিম সংগ্রহশালা হিসেবে গড়ে তোলার কথা হলেও, আজও বাস্তবে রূপ পায়নি তা। স্থানীয় প্রশাসনের অবহেলায় হারিয়ে যেতে বসেছে সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত এই বাড়িটি
advertisement
5/6
ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই সময়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই অফিস থেকেই চলত কাজ। করি বর্গার ছাদ, সিঁড়ি থাকলেও তা আজরা জীর্ণ। ১৮৭৪ সালে বন্দেমাতরম এর রচয়িতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নানা স্মৃতি আজও রয়ে গিয়েছে চার দেওয়ালের মাঝেই
advertisement
6/6
ঐতিহাসিক শহর বারাসাতের মানুষজন চাইছেন অবহেলায় পড়ে থাকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই ২০০ বছরের অধিক বিল্ডিংটি করা হোক সংস্কার, সাহিত্য সম্রাটের স্মৃতি আগলে ইতিহাসকে বাঁচিয়ে রাখার দাবি জানাচ্ছেন বারাসাতবাসীরা
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankim Chandra Chattopadhyay Birth Anniversary: জরাজীর্ণ কড়িবরগার ছাদ ও সিঁড়ি, বঙ্কিমচন্দ্রের কাজের জায়গা হারিয়ে যাচ্ছে চূড়ান্ত অবহেলায়