TRENDING:

Bangladeshi Ilish: ৩৮ মেট্রিক টন পদ্মার ইলিশ ঢুকল বাংলায়! কলকাতা-সহ রাজ্যের বাজারে মিলবে কবে থেকে ? কত দাম হবে?

Last Updated:
Bangladeshi Ilish: ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে আটটি ট্রাকে প্রায় ৩৮ মেট্রিক টন পদ্মার রুপালি শস্য পৌঁছাল ভারতে। কলকাতা আর হাওড়ার বাজারে কত দাম বড় বা মাঝারি মাছের?
advertisement
1/6
৩৮ মেট্রিক টন পদ্মার ইলিশ ঢুকল বাংলায়! কলকাতা-সহ রাজ্যের বাজারে মিলবে কবে থেকে? কত দাম হব?
ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকলেও, শারদ উৎসবের আগেই বঙ্গে এল পদ্মার ইলিশ। ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে আটটি ট্রাকে প্রায় ৩৮ মেট্রিক টন পদ্মার রুপালি শস্য পৌঁছাল ভারতে। পশ্চিমবঙ্গে এবছর প্রায় ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক।
advertisement
2/6
সেই অনুযায়ী রাজ্যে এদিন প্রথম ধাপে প্রবেশ করল বাংলাদেশের ইলিশ বোঝাই ট্রাক। পরবর্তীতে আরও বেশ কয়েক দফায় বাংলাদেশ থেকে ইলিশ আসবে ভারতে বলেই জানা গিয়েছে কাস্টমস আধিকারিকদের তরফে।
advertisement
3/6
পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রথমে তিনটি ও পরবর্তীতে আরও পাঁচটি ট্রাকে আসে ইলিশ মাছ। বাংলাদেশের বাণিজ্যিক দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ৩৭টি সংস্থাকে ইলিশ রফতানির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। পাঁচই অক্টোবর পর্যন্ত এই ইলিশ রফতানি করবে বাংলাদেশ।
advertisement
4/6
ফলে মোট ১২০০ মেট্রিক টন ইলিশ আসবে বঙ্গে। আর তাই বলাই যায়, পুজোর আগেই ভোজন রসিক বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার সুস্বাদু ইলিশ
advertisement
5/6
আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে মিলবে বাংলাদেশি ইলিশ। এক কিলো থেকে প্রায় দেড় কিলো ওজনের এই ইলিশের দাম কেমন থাকবে তা অবশ্য এখনই খোলসা করতে চাননি মাছ ব্যবসায়ী সংগঠন। তবে, রফতানি মুল্য পড়ছে ১২ ডলার ৫০ সেন্ট তা ভারতীয় টাকায় ১৫৫০ টাকার আশেপাশে।
advertisement
6/6
এদিন পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মন্ডল জানান, এখন থেকে বেশ কয়েক ধাপে বাংলাদেশের পাঠান ইলিশ আসবে ভারতে। আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশী ইলিশ মিলবে বঙ্গের বাজার গুলিতে, ফলে ভোজন রসিক বাঙালির এবারের পূজোয় জমিয়ে ভুরিভোজ হবে, বাংলাদেশের ইলিশ দিয়েই। (তথ্য - রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bangladeshi Ilish: ৩৮ মেট্রিক টন পদ্মার ইলিশ ঢুকল বাংলায়! কলকাতা-সহ রাজ্যের বাজারে মিলবে কবে থেকে ? কত দাম হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল