TRENDING:

Gangasagar Mela: এবার গঙ্গাসাগর মেলায় হিলিয়াম বেলুনের মাধ্যমে নজরদারি চালাবে প্রশাসন!

Last Updated:
Bangla News: এবার গঙ্গাসাগর মেলায় হিলিয়াম বেলুনের মাধ্যমে নজরদারি চালাবে প্রশাসন। এর মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালানো যাবে। লাগানো থাকবে অত্যাধুনিক ক্যামেরা।
advertisement
1/6
এবার গঙ্গাসাগর মেলায় হিলিয়াম বেলুনের মাধ্যমে নজরদারি চালাবে প্রশাসন 
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার গঙ্গাসাগর মেলায় হিলিয়াম বেলুনের মাধ্যমে নজরদারি চালাবে প্রশাসন। এর মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালানো যাবে। লাগানো থাকবে অত্যাধুনিক ক্যামেরা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
চারটি অত্যাধুনিক ক্যামেরা থাকবে হিলিয়াম বেলুনের মধ্যে। কচুবেড়িয়া, লট ৮ ও মেলা প্রাঙ্গণে থাকবে সেগুলি। এর ফলে নদীতে ভেসেল পারাপার, কোথায় কেমন ভিড় হচ্ছে সবকিছুই নজরদারিতে থাকবে।
advertisement
3/6
এতদিন প্রশাসনের পক্ষ থেকে নজরদারির জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হত। এই ড্রোন সবসময় ওড়ানো যেত না। ফলে কন্ট্রোল রুম থেকে সারাক্ষণ আকাশপথে নজরদারি চালানো যেত না। সেই সমস্যা এবার দূর হবে।
advertisement
4/6
গঙ্গাসাগর মেলা হতে আর আড়াই মাস বাকি। ফলে এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখেই হিলিয়াম বেলুনে ক্যামেরা লাগিয়ে তা ওড়ানোর পরিকল্পনা করেছে জেলা প্রশাসন।
advertisement
5/6
নজরদারি ক্যামেরার ধরন বদলানোর কথা ইতিমধ্যে বিবেচনা করা হচ্ছে। এই ক্যামেরাগুলি সারাক্ষণ গুরুত্বপূর্ণ এলাকার উপর নজর রাখবে। লট ৮ বা কচুবেড়িয়ায় যদি দেখা যায় অতিরিক্ত তীর্থযাত্রীর সমাগম হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে তা নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হবে।
advertisement
6/6
কোন জেটিতে কত ভেসেল রয়েছে, কেউ দূরে দাঁড়িয়ে আছেন কি না, তাও ক্যামেরার মাধ্যমে লক্ষ্য রাখা যাবে। একইভাবে সমুদ্র সৈকতের ভিড়ের দিকেও নজরদারি চালানো যাবে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela: এবার গঙ্গাসাগর মেলায় হিলিয়াম বেলুনের মাধ্যমে নজরদারি চালাবে প্রশাসন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল