Bangla News: ভয়ঙ্কর কাণ্ড! ভূতচতুর্দশী'র রাতেই ভূত-পেত্নীর দাপাদাপি, চূড়ান্ত হইচই দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangla News: রাতের অন্ধকারে শিল্পাঞ্চলের ঝোপ জঙ্গলে চলছে পেত্নীদের দাপাদাপি।
advertisement
1/8

বিদেশের 'হ্যালোইন' উৎসবে ভূত-পেত্নী সাজার ছায়া এবার দুর্গাপুরে।ভূতচতুর্দশী'তে অদ্ভুতুড়ে সাজে শিল্পাঞ্চলের যুবতীরা সোশ্যাল মিডিয়া মাতাচ্ছেন। কালী পুজোর আগে সোশ্যাল মিডিয়ায় জ্যান্ত ভূতের আবির্ভাব হওয়ায় হতবাক নেটিজেনরা।
advertisement
2/8
রাতের অন্ধকারে শিল্পাঞ্চলের ঝোপ জঙ্গলে চলছে পেত্নীদের ফটোশ্যুট। অন্ধকারে ভয়ঙ্করদর্শন ফটোশ্যুট করতেও হিমসিম খাচ্ছেন ফটোগ্রাফাররা। পাশাপাশি মেয়েদের সুন্দরী করে গড়ে তুলতে বিখ্যাত মেকআপ আর্টিস্টরাও ভূতুড়ে রূপ দিতে গিয়ে হতভম্ব। তবে সুন্দরীরা পেত্নী রুপে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই নেটিজেনদের চর্চার মুখে পড়ে বেজায় খুশি প্রসাধনশিল্পী ও চিত্রশিল্পীরা।
advertisement
3/8
ফটোশ্যুট করে নারীশক্তির দৃষ্টান্ত সোশ্যাল মিডিয়ায় লাল- সাদা শাড়ি পরে সিঁদুর - আলতায় মাতৃরূপে সাধারণত মেয়েদের দেখা মেলে উৎসবের দিনগুলিতে। কিন্তু আলোর উৎসবে এবার যেন উল্টো ছবি সোশ্যাল মিডিয়ায়। সুন্দরী যুবতীরা পেত্নি সেজে শিহরণ জাগানো জঙ্গল ও ঝোপঝাড়ে রাতের অন্ধকারে ফটোশ্যুট করেছেন তাঁরা। ভূতচতুর্দশী উপলক্ষ্যে তোলা সেই ছবি ভাইরাল করছেন ঝড়ের গতিতে।
advertisement
4/8
উল্লেখ্য, ইউরোপ - অ্যামেরিকা সহ বেশ কিছু দেশে প্রাচীন ঐতিহ্য মেনে মৃত আত্মাদের স্মরণে '' হ্যালোইন ডে" পালন করা হয়। ওই পবিত্র উৎসব প্রতিবছর ৩১ অক্টোবর পালিত হয়। উৎসবে অংশগ্রহণকারীরা ভূত -পেত্নী সাজেন। ওই রাতে ভয়ানক পরিবেশ তৈরি হয়।
advertisement
5/8
বিদেশের সেই ''হ্যালোইন ডে" - এর মতই আমাদের দেশে ভূতচতুর্দশী পালন হয়। তবে ভূত- পেত্নী সাজার রীতিনীতি নিয়ে কোনও চর্চা নেই বলে জানা যায়। এই দিনে চোদ্দ শাঁক খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালানোর প্রথায় চলে আসছে বাংলার ঘরে ঘরে। কিন্তু এবারই ঘটল ব্যতিক্রম।
advertisement
6/8
দুর্গাপুরে ভূত সাজিয়েছেন এমনই মেকআপ আর্টিস্ট শর্মিষ্ঠা দেবনাথ জানান, কাউকে সুন্দরী করে তুলতে আমরা দক্ষতা অর্জন করেছি। সুন্দর করে তুলতে প্রশিক্ষণ নিয়েছি। বেশ কয়েক বছর ধরে আগমনীর সময় মেয়েদের দুর্গার মেক-আপ করেছি। সেই সময় ভালো রোজগার হয় এবং আমরা চরম ব্যাস্ত থাকি। কিন্তু ভূত- পেত্নীর মেক-আপ করতে হবে তা ভাবিনি। ভূতচতুর্দশী উপলক্ষ্যে এবার নতুন ট্রেন্ড চালু হলো শহরে। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকজন যুবতী'কে ভূতুড়ে রূপ দিয়েছি। অনেকেই ভূত সাজবে বলে জানিয়েছেন।
advertisement
7/8
খুশি ফোটোগ্রাফাররাও। বলেন, বহু মডেলের আমরা ছবি তুলেছি। ছবি তোলার সময় তাঁদের কী ভাবে দাঁড়াতে বসতে হবে ও মুখের ভঙ্গিমা কেমন থাকবে সেই সব দিকে বিশেষ গুরুত্ব দিতে হয়। কিন্তু এই বছর প্রথম আমরা ভূতুড়ে সাজের ওপর মেয়েদের ফটোশ্যুট করলাম। এই সব ফটোশ্যুটে ভূতের অঙ্গভঙ্গি ফুটিয়ে তুলতে আমাদের রীতিমতো নেট থেকে ছবি দেখে দেখে প্রশিক্ষণ অর্জন করতে হয়েছে।
advertisement
8/8
দুর্গাপুরের বাসিন্দা ভূত সেজেছেন এমন পড়ুয়া তানিসা দত্ত, বলেন, সুন্দর সবাই সাজে। কিন্তু আমারা "হ্যালোইন" উৎসব দেখে অনুপ্রাণিত হয়ে অদ্ভুতুড়ে সাজতে আগ্রহী হয়েছি ভূত চতুর্দশীর এই দিনে। সেই মত আমরা সেজে বেশকিছু ফটোশ্যুট করেছি। ভূতচতুর্দশীর আগে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই ব্যপক চর্চিত বিষয় হয়ে উঠেছে। বেশ আনন্দ লাগছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bangla News: ভয়ঙ্কর কাণ্ড! ভূতচতুর্দশী'র রাতেই ভূত-পেত্নীর দাপাদাপি, চূড়ান্ত হইচই দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে...