Bangla News: যশোর রোডের পাশে মরা গাছ নিয়ে যা করা হল...! না দেখলে বিশ্বাস হবে না, তাজ্জব বনে যাবেন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Bangla News: বনগাঁ শহরের শোভা পাচ্ছে এমনই ভাস্কর্য। যশোর রোডের দু'পাশে রয়েছে অসংখ্য প্রাচীন গাছ। কিন্তু সেই গাছগুলির মধ্যে বয়সের ভারে মৃত বেশ কয়েকটি গাছ। মরা গাছগুলি কারো কাছে জ্বালানী হলেও শিল্পীর কাছে তা রূপ পায় ক্যানভাসের
advertisement
1/5

সীমান্ত শহর বনগাঁর যশোর রোডের পাশে থাকা মরা গাছ গুলি যেন হয়ে উঠেছে শিল্পীর শিল্প সৃষ্টির ক্যানভাস
advertisement
2/5
বনগাঁ শহরের শোভা পাচ্ছে এমনই ভাস্কর্য। যশোর রোডের দু'পাশে রয়েছে অসংখ্য প্রাচীন গাছ। কিন্তু সেই গাছগুলির মধ্যে বয়সের ভারে মৃত বেশ কয়েকটি গাছ। মরা গাছগুলি কারো কাছে জ্বালানী হলেও শিল্পীর কাছে তা রূপ পায় ক্যানভাসের
advertisement
3/5
মরা গাছে শৈল্পিক ছোঁয়ায় প্রানের সঞ্চার ঘটটিয়ে এখন বনগাঁর মানুষদের নজর কাড়ছে শিল্প সৃষ্টি। দিচ্ছে পরিবেশ সচেতনতারাও বার্তা
advertisement
4/5
প্রতি বছরই বিভিন্ন সময়ে এই প্রাচীন গাছগুলির ডাল ভেঙে পড়ে, দুর্ঘটনাও ঘটে। তাই মরা গাছগুলিকেই এমন ভাস্কর্যের রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল স্থানীয় প্রশাসনের তরফে
advertisement
5/5
জানা যায় এমন শিল্প সৃষ্টি তৈরি করেছেন শান্তিনিকেতন এবং রবীন্দ্রভারতীর ১২ জন শিল্পী। আগামীদিনেও পর্যায়ক্রমে বাকি আরও গাছ গুলিকে এমনই সৌন্দার্যায়নের ভাবনা রয়েছে বলে পুরসভার তরফে জানা গিয়েছে
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bangla News: যশোর রোডের পাশে মরা গাছ নিয়ে যা করা হল...! না দেখলে বিশ্বাস হবে না, তাজ্জব বনে যাবেন