AC Local Timing: ৫ সেপ্টেম্বর থেকেই ছুটবে নতুন দুই AC লোকাল! বনগাঁ থেকে সকালে কখন ছাড়বে? কখন পৌঁছবে শিয়ালদহ? জানুন সম্পূর্ণ সময়সূচি
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
AC Local Timing: ৫ সেপ্টেম্বর থেকে বনগাঁ শাখায় ছুটবে এই এসি লোকাল। প্রতিদিন সকালে রানাঘাট থেকে এসি ট্রেনটি ছাড়বে সকাল ৭ঃ১১ মিনিটে। বনগাঁ পৌঁছবে সকাল ৭ঃ৫২ মিনিটে এবং সেখান থেকে শিয়ালদহ পৌঁছবে সকাল ৯ঃ৩৭ মিনিটে।
advertisement
1/6

*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: ভিড়ে ঠাসা বনগাঁ লাইনের লোকাল ট্রেন যাত্রায়ও মিলবে স্বস্তি। চালু হচ্ছে শিয়ালদহ বনগাঁ রানাঘাট শাখায় এসি লোকাল। কবে থেকে, ঠিক কোন সময় চলবে এই ট্রেন? জানুন...
advertisement
2/6
*রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে বনগাঁ শাখায় ছুটবে এই এসি লোকাল। প্রতিদিন সকালে রানাঘাট থেকে এসি ট্রেনটি ছাড়বে সকাল ৭ঃ১১ মিনিটে।
advertisement
3/6
*ট্রেনটি বনগাঁ পৌঁছবে সকাল ৭ঃ৫২ মিনিটে এবং সেখান থেকে শিয়ালদহ পৌঁছবে সকাল ৯ঃ৩৭ মিনিটে।
advertisement
4/6
ফিরতি পথে শিয়ালদহ থেকে ওই এসি ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। অফিস ফেরত যাত্রীদের কথা মাথায় রেখেই এই সময় নির্বাচন করা হয়েছে বলে মনে করা হচ্ছে
advertisement
5/6
*ট্রেনটি বনগাঁ পৌঁছবে রাত ৮ঃ০৪ মিনিটে এবং পরবর্তীতে রানাঘাট পৌঁছবে রাত ৮ঃ৪১ মিনিটে।
advertisement
6/6
*রেল কর্তৃপক্ষের আশা, নতুন এই এসি লোকাল চালু হলে প্রতিদিন বিপুল সংখ্যক অফিস যাত্রীরা আরামদায়ক পরিবেশে যাতায়াতের সুযোগ পাবেন। রেল বোর্ডের অনুমোদনের পর আরও ট্রেন এই রুটে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
AC Local Timing: ৫ সেপ্টেম্বর থেকেই ছুটবে নতুন দুই AC লোকাল! বনগাঁ থেকে সকালে কখন ছাড়বে? কখন পৌঁছবে শিয়ালদহ? জানুন সম্পূর্ণ সময়সূচি