TRENDING:

Bande Bharat Express: 'নবদ্বীপের উপর দিয়ে গেলেও কেন স্টপেজ নেই বন্দে ভারত স্লিপারের?' ক্ষুব্ধ নবদ্বীপবাসীরা

Last Updated:
বিক্ষোভকারীরা অবিলম্বে নবদ্বীপ ধাম স্টেশনে বন্দে ভারত স্লিপারের স্টপেজ চালু করার দাবি জানান। পাশাপাশি হাওড়া–কাটোয়া লাইনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি, হাওড়া ও শিয়ালদহ রুটে নবদ্বীপ লোকাল চালু এবং বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন থেকে সব স্টেশনের টিকিট ক্রয়ের সুব্যবস্থার দাবিও তোলা হয়।
advertisement
1/6
Nadia News: 'নবদ্বীপের উপর দিয়ে গেলেও কেন স্টপেজ নেই বন্দে ভারতের?' ক্ষুব্ধ নবদ্বীপবাসী
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ কিংবা ১৮ জানুয়ারি থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, হাওড়া থেকে অসমের গুয়াহাটি কামাক্ষা পর্যন্ত চলাচল করবে এই অত্যাধুনিক ট্রেন।
advertisement
2/6
রেল সূত্রে জানা যাচ্ছে, ট্রেনটি সম্ভবত পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল–কাটোয়া লুপ লাইন ধরে আজিমগঞ্জ ও মালদা হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবে। এরপর নিউ জলপাইগুড়ি ও নিউ কোচবিহার অতিক্রম করে পৌঁছাবে অসমে গুয়াহাটি।
advertisement
3/6
সপ্তাহে ছ'দিন চলাচলকারী এই ট্রেনটি যাত্রাপথে নবদ্বীপ ধাম স্টেশনের উপর দিয়ে গেলেও সেখানে স্টপেজ নেই বলেই জানা যাচ্ছে। এই খবরে ক্ষোভে ফেটে পড়েছেন নবদ্বীপের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মঠ-মন্দির কর্তৃপক্ষ।
advertisement
4/6
তাঁদের দাবি, নবদ্বীপ ধাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। এই দাবিকে সামনে রেখেই বুধবার DYFI নবদ্বীপ লোকাল কমিটির উদ্যোগে নবদ্বীপ ধাম স্টেশন ও বটতলায় জমায়েত হয় বিক্ষোভকারীরা।
advertisement
5/6
স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি অবস্থান কর্মসূচিও পালন করা হয়। DYFI নবদ্বীপ লোকাল কমিটির সম্পাদক রুদ্রপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “নবদ্বীপকে রাজ্যের অক্সফোর্ড বলা হয়। এমন গুরুত্বপূর্ণ স্থান দিয়ে বন্দে ভারত স্লিপার যাবে অথচ এখানে থামবে না—এটা মেনে নেওয়া যায় না।”
advertisement
6/6
বিক্ষোভকারীরা অবিলম্বে নবদ্বীপ ধাম স্টেশনে বন্দে ভারত স্লিপারের স্টপেজ চালু করার দাবি জানান। পাশাপাশি হাওড়া–কাটোয়া লাইনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি, হাওড়া ও শিয়ালদহ রুটে নবদ্বীপ লোকাল চালু এবং বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন থেকে সব স্টেশনের টিকিট ক্রয়ের সুব্যবস্থার দাবিও তোলা হয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bande Bharat Express: 'নবদ্বীপের উপর দিয়ে গেলেও কেন স্টপেজ নেই বন্দে ভারত স্লিপারের?' ক্ষুব্ধ নবদ্বীপবাসীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল