Bamboo Art: এখানে বাঁশ'ই সব! দিব্যি চলছে শিল্পকর্ম
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bamboo Art: আধুনিকতার সঙ্গে লড়াই করে দিব্যি টিকে আছে বাঁকুড়ার বাঁশ শিল্প। তবে প্রচারের অভাবে শিল্পীদের আয় অনেকটাই কমেছে
advertisement
1/6

বাঁশ দিয়ে ঝুড়ি, ঝাঁটা, মুকুট, বড় জামবাটি আরও কত কী! যত রকম নিত্য ব্যবহারের জিনিসের কথা মাথায় আসবে সবই তৈরি হয় বাঁকুড়ায়।
advertisement
2/6
বাঁশ শিল্প একটি লোকশিল্প। কিন্তু ধীরে ধীরে বাঁশের তৈরি জিনিসের উপর ভরসা হারাচ্ছে আধুনিক সমাজ। বদলে প্লাস্টিক দিয়ে তৈরি কমদামি ও টেকসই জিনিসপত্র জায়গা করে নিচ্ছে বাড়িতে বাড়িতে।
advertisement
3/6
তবে বাঁকুড়ার বেশকিছু গ্রামে এখনও বাঁশ শিল্প ও বাঁশ থেকে বিভিন্ন ব্যবহার্য সামগ্রী তৈরির চল আছে। কুল্যারা থেকে বাগডিহার বেশ কিছু পরিবার এখনও বাঁশ কেটেই উপার্জন করে।
advertisement
4/6
অনেকে জানেনই না এমন একটি শিল্প রয়েছে শুশুনিয়ায়। এর ফলে বাজারজাত করে বাঁশের পণ্য বিক্রি করে যথেষ্ট মুনাফা হয় না বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
advertisement
5/6
বাঁকুড়া জেলার প্রাগৈতিহাসিক সামন্তভূম ছাতনা। রাঢ়বঙ্গের রানি বাঁকুড়ার সমগ্র আদিবাসীদের মধ্যে এক বিরাট অংশ বসবাস করে এই অঞ্চলে। এরমধ্যে উল্লেখযোগ্য হল ভরতপুরের পট চিত্রশিল্পীরা, শুশুনিয়ার পাথর খোদাই করা শিল্পীরা এবং রয়েছে ছাতনার বাগডিহা গ্রাম।
advertisement
6/6
গ্রামের শিল্পী সুশীল মাহালী বলেন, 'আমাদের এই শিল্পের কথা বিশ্ব বাংলা পর্যন্ত পৌঁছলে খুব ভাল হয়। সেক্ষেত্রে আমাদের পণ্য বিক্রি করতে অনেকটা সুবিধা হবে।'