TRENDING:

Sawan 2024: শ্রাবণ মাসের সোমবার জল‌যাত্রীদের পাশাপাশি স্বয়ং শিব-পার্বতীও হাজির রাস্তায়! দেখুন ছবি

Last Updated:
Sawan 2024: বর্তমানে এই শিবের তাণ্ডব বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাস্তায় দেখতে পাওয়া যায়। এবার তা নতুন সংযোজন হল শ্রাবণ মাসের শেষ সোমবারে!
advertisement
1/6
শ্রাবণ মাসের সোমবার জল‌যাত্রীদের পাশাপাশি স্বয়ং শিব-পার্বতীও হাজির রাস্তায়!
শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্তদের পাশাপাশি শিব, পার্বতী, কালীকেও দেখা গেল রাস্তায়! ভূত-পেত্নী, ভাল্লুক-সহ শিব, পার্বতী কালি ধীরে ধীরে এগিয়ে চলল শিবনিবাস মন্দিরের দিকে।
advertisement
2/6
শ্রাবণ মাস মানেই শিবের মাস। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার জেলার প্রায় প্রতিটি রাস্তাতেই ভক্তদের পায়ে হেঁটে বাঁক নিয়ে চলতে দেখা যায়।
advertisement
3/6
বিশেষ করে শেষ সোমবার লক্ষাধিক ভক্তের আগমন ঘটে। তবে এবার ভক্তদের পাশাপাশি রাস্তায় বেরিয়ে পড়লেন স্বয়ং শিব, পার্বতী, কালীও!
advertisement
4/6
তবে এই শিব পার্বতী স্বয়ং কৈলাস থেকে আসেনি। পার্বতীর একটি দল রয়েছে যারা বিভিন্ন অনুষ্ঠানে শিব পার্বতী কালি ইত্যাদি বিভিন্ন অবতারের সেজে শিব তাণ্ডব করে থাকেন মানুষের মনোরঞ্জনের জন্য।
advertisement
5/6
গানের তালে তালে নাচের পাশাপাশি চলে আগুনের খেলা! যা দেখে ছোটবেলার মহালয়ার দিন মহিষাসুরমর্দিনীর কথা মনে পড়ে যায় অনেকেরই!
advertisement
6/6
বর্তমানে এই শিবের তাণ্ডব বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাস্তায় দেখতে পাওয়া যায়। এবার তা নতুন সংযোজন হল শ্রাবণ মাসের শেষ সোমবারে!
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sawan 2024: শ্রাবণ মাসের সোমবার জল‌যাত্রীদের পাশাপাশি স্বয়ং শিব-পার্বতীও হাজির রাস্তায়! দেখুন ছবি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল