TRENDING:

ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, একমাত্র যাতায়াতের রাস্তা বেহাল! আদিবাসী অধ্যুষিত 'এই' এলাকায় করুণ পরিস্থিতি

Last Updated:
এলাকার পড়ুয়ারাও এই রাস্তার ওপর নির্ভর করেই বহড়ামুড়ি হাই স্কুলে যায়
advertisement
1/6
একমাত্র যাতায়াতের রাস্তা বেহাল! আদিবাসী অধ্যুষিত 'এই' এলাকায় করুণ পরিস্থিতি
<strong>বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ</strong> বেহাল রাস্তা সহ ভাঙা কালভার্টের জেরে সমস্যায় হিড়বাঁধের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন তাঁরা। দ্রুত রাস্তা সহ কার্লভাট সংস্কারের দাবি জানানো হয়েছে।
advertisement
2/6
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহড়ামুড়ি পঞ্চায়েতের ভুবনডিহি থেকে ডিয়াসডিহি পর্যন্ত প্রায় দু'কিলোমিটার রাস্তা কয়েক বছর আগে তৈরি হয়েছে। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
3/6
জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি ওই রাস্তার বিভিন্ন জায়গা বর্তমানে বেহাল হয়ে পড়েছে। এই রাস্তার মধ্যবর্তী এলাকায় একটি জোড় খালের উপর নির্মিত কালভার্টের অবস্থাও বেহাল। এই রাস্তা দিয়ে কাছের বাজার সহ বাসস্টপ হাতিরামপুর যাতায়াত ডিয়াসডিহি, মাইতিবাঁধ, শরগড়া, মহুলবনা সহ পাশাপাশি বহু গ্রামের বাসিন্দাদের। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
4/6
এলাকার পড়ুয়ারাও এই রাস্তার ওপর নির্ভর করেই বহড়ামুড়ি হাই স্কুলে যায়। আদিবাসী অধ্যুষিত এই এলাকার বাসিন্দাদের একমাত্র যোগাযোগের ভরসা এই রাস্তা। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
5/6
মাইতিবাঁধ গ্রামের কানাইলাল চঁড়ের অভিযোগ, পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সব জায়গাতেই জানানো হয়েছে। রাস্তা সংস্কারে তাও প্রশাসনের কোনও পদক্ষেপ নেই। দ্রুত রাস্তার সংস্কার প্রয়োজন। আর এক বাসিন্দা সুনীলকুমার হাঁসদার অভিযোগ, কালভার্ট ভেঙে যাওয়ার ফলে গ্রামে অ্যাম্বুল্যান্স ঢোকে না। সমস্যায় পড়তে হয় রোগী ও রোগীর পরিজনদের। জরুরি ভিত্তিতে ঘুরপথে যাতায়াতে খরচ বাড়ে। দ্রুত রাস্তা সহ কালভার্টের সংস্কার দরকার। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
6/6
এই বিষয়ে হিড়বাঁধের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও উওর পাওয়া যায়নি। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, একমাত্র যাতায়াতের রাস্তা বেহাল! আদিবাসী অধ্যুষিত 'এই' এলাকায় করুণ পরিস্থিতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল