#PulwamaAttack: এ যেন জোর করে পদক কেড়ে নেওয়ার মত যন্ত্রণা ! সাথীহারায় শোকার্ত বাবলুর স্ত্রী
Last Updated:
advertisement
1/6

একদিকে স্বামী হারানোর যন্ত্রণা তো অন্যদিকে মেয়েকে মানুষ করার সামনে বড় চ্যলেঞ্জ ৷ দেশের জন্য শহিদ হয়েছেন স্বামী ৷ অত্যন্ত দুঃখের মাঝে গর্বও হয় এই বিষয়ে ৷
advertisement
2/6
প্রেমের দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে ঠিক বিকেলেই শহিদ ৪২ জন জওয়ানের পরিবারে যেন অশনিসংকেত দেখা দিয়েছিল ৷ সুখে দুঃখে বেশ ছিল বাবলু সংসার ৷ তবে এই পরিণতি তাঁর স্ত্রী কেনও চরম বিরোধীও চায়নি এটা বলাই বাহুল্য ৷
advertisement
3/6
চোখের জলে শাখা খুলে রেখেছেন বাবলুর স্ত্রীর ৷ তবে শাখা পলা খোলা নয় এ যেন পদক কেড়ে নেওয়ার মত যন্ত্রণা ৷
advertisement
4/6
স্বামী খুব ঘুরতে ভালবাসতেন তাঁরা ঘুরতেও যেতেন সময় পেলেই ৷ তবে এবারে বাবলু একা একা চলে গিয়েছেন কাউকে না নিয়েই ৷ ফিরে আসবেন না আর কোনও দিনই ৷
advertisement
5/6
স্বামীর সঙ্গে কাটানো সুখ দুঃখের স্মৃতিই এখন তাঁর এগিয়ে যাওয়ার পাথেয় ৷
advertisement
6/6
তবে এই যন্ত্রণার উপশম হবে কী করে ? সেই প্রশ্নের কোনও সদুত্তর নেই তবে স্বামীর অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে হবে এখন এটাই সব থেকে বড় কথা ৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
#PulwamaAttack: এ যেন জোর করে পদক কেড়ে নেওয়ার মত যন্ত্রণা ! সাথীহারায় শোকার্ত বাবলুর স্ত্রী