TRENDING:

Level Crossing: লেভেল ক্রসিংয়ের অ্যালার্ম শুনেই গাড়ি নিয়ে ছুটছেন? রেল কী শাস্তি দিতে পারে জানেন?

Last Updated:
Level Crossing: লেভেল ক্রসিং বন্ধ থাকা অবস্থাতেও তা পার হওয়ার চেষ্টা করার ঘটনা প্রতিনিয়তই দেখা যায়। এর জন্য হামেশাই দুর্ঘটনা ঘটে। কিন্তু সাবধান, রেলের হাতে ধরা পড়লে কঠিন শাস্তি অপেক্ষা করছে
advertisement
1/5
লেভেল ক্রসিংয়ের অ্যালার্ম শুনেই পেরিয়ে যাওয়ার চেষ্টা? রেল বিরাট শাস্তি দেবে
লেভেল ক্রসিংয়ের অ্যালার্ম শুনে হু হু করে গাড়ি চালাচ্ছেন? গেট বন্ধ হওয়ার আগেই পার হয়ে যাওয়ার চেষ্টা? জানেন রেলের আইনে এর ফলে কী শাস্তি হতে পারে?
advertisement
2/5
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এমন ধরনের কাজকর্মের ফলে নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ট্রেন চলাচলে বিঘ্ন হতে পারে। তাছাড়াও থাকে দুর্ঘটনার আশঙ্কা। রেলের আইন অনুযায়ী এমন ঘটনার জন্য আর্থিক জরিমানা বা কারাদণ্ডের নিদান রয়েছে।
advertisement
3/5
জানা গিয়েছে, রেলের ১৪৬ নম্বর আইন অনুযায়ী যদি কোনও ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রেলের কোনও কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেন বা বাধা দেওয়ার চেষ্টা করেন, তবে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা দুটিই একসঙ্গে হতে পারে।
advertisement
4/5
রেলের ১৫৪ নম্বর আইন অনুযায়ী, যদি কোনও ব্যক্তি তাড়াহুড়ো করে এবং অবহেলার সঙ্গে কাজ করেন, বা রেলপথে ভ্রমণ করা বা থাকা কোনও ব্যক্তির নিরাপত্তা বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ। তার জন্য কারাদণ্ড, আর্থিক জরিমানা বা দুই হতে পারে।
advertisement
5/5
রেলের ১৬১ নম্বর আইন অনুযায়ী, কোনও ব্যক্তি যদি যে কোনও যানবাহনের চালনা বা নেতৃত্বে অবহেলা করে কোনও মানব বিহীন লেভেল ক্রসিং অতিক্রম করেন, তাহলে তিনি এক বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Level Crossing: লেভেল ক্রসিংয়ের অ্যালার্ম শুনেই গাড়ি নিয়ে ছুটছেন? রেল কী শাস্তি দিতে পারে জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল