Asansol Municipal Election: "প্রধানমন্ত্রী হতে পারলে..." পুরভোটে এবার বিজেপির চমক 'চা-ওয়ালা' কাঞ্চন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Asansol Municipal Election: সাধারণ দলীয় কর্মীরাই এবার পুরভোটের লড়াইয়ে বিজেপির তুরুপের তাস। শুধু চা বিক্রেতাই নয়, আসানসোল (Asansol) পুর নির্বাচনে এবার বিজেপির তরফে টিকিট দেওয়া হয়েছে, মুদি দোকানদার, টোটো চালককেও।
advertisement
1/7

একসময় চা বিক্রি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই বিজেপি বরাবরই দাবি করে এসেছে তাদের দলে প্রার্থী নির্বাচন নিয়ে কোনও ছুৎমার্গ নেই। আর এবার আসন্ন পুরভোটে (Municipal Corporation Election) সেরকমই এক চা বিক্রেতাকে প্রার্থী করে চমক দিয়েছে বঙ্গ বিজেপি (BJP)।
advertisement
2/7
শুধু চা বিক্রেতাই নয়, আসানসোল (Asansol) পুর নির্বাচনে এবার বিজেপির তরফে টিকিট দেওয়া হয়েছে, মুদি দোকানদার, টোটো চালককেও। বিজেপির দাবি, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষকেই এবার নির্বাচনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
advertisement
3/7
এক বিজেপি নেতার কথায়, একজন চা বিক্রেতা যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে কাউন্সিলর নয় কেন! তাই একদম সাধারণ দলীয় কর্মীরাই এবার পুরভোটের লড়াইয়ে বিজেপির তুরুপের তাস। এবার এই টিকিট তাঁদের কাছে কার্যত অপ্রত্যাশিত ছিল। তবে টিকিট পেয়ে এলাকার উন্নয়নের আশ্বাস শোনা যাচ্ছে তাঁদের মুখে।
advertisement
4/7
রাস্তার ধারে চা দোকান চালান কাঞ্চন সিনহা। এই 'আমআদমি' যুবকই এবারের বিজেপির পুরপ্রার্থী তালিকার অন্যতম চমক যাঁর দেখা মিলল কুলটিতে। পুরনিগমের ৬১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হয়েছেন এই কাঞ্চন সিনহা। পেশায় তিনি চা বিক্রেতা। নিয়ামতপুর ইস্কো বাইপাশের ধারে ছোট্ট চায়ের দোকান তাঁর। দলের সঙ্গে যুক্ত ৮ বছর ধরে। মণ্ডলের সহ সভাপতির দায়িত্বে তিনি।
advertisement
5/7
রাস্তার ধারে চা দোকান চালান কাঞ্চন সিনহা। এই 'আমআদমি' যুবকই এবারের বিজেপির পুরপ্রার্থী তালিকার অন্যতম চমক যাঁর দেখা মিলল কুলটিতে। পুরনিগমের ৬১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হয়েছেন এই কাঞ্চন সিনহা। পেশায় তিনি চা বিক্রেতা। নিয়ামতপুর ইস্কো বাইপাশের ধারে ছোট্ট চায়ের দোকান তাঁর। দলের সঙ্গে যুক্ত ৮ বছর ধরে। মণ্ডলের সহ সভাপতির দায়িত্বে তিনি।
advertisement
6/7
তবে চা বিক্রেতা হলেও তাইকুণ্ডুতে স্টেট গোল্ড মেডিলিস্ট কাঞ্চন। সম্প্রতি মগধ ইউনিভার্সিটি থেকে আইন পাশ করেছেন এই যুবক। বছর চল্লিশের এই ঝকঝকে তরুণই এখন বিজেপির অন্যতম যোদ্ধা। বিজেপির মণ্ডল সভাপতি অমিত গড়াইয়ের দাবি মোদিজি চা-ওয়ালা থেকে প্রধানমন্ত্রী হলে, কাঞ্চন কেন কাউন্সিলর হতে পারবে না।
advertisement
7/7
তবে চা বিক্রেতা হলেও তাইকুণ্ডুতে স্টেট গোল্ড মেডিলিস্ট কাঞ্চন। সম্প্রতি মগধ ইউনিভার্সিটি থেকে আইন পাশ করেছেন এই যুবক। বছর চল্লিশের এই ঝকঝকে তরুণই এখন বিজেপির অন্যতম যোদ্ধা। বিজেপির মণ্ডল সভাপতি অমিত গড়াইয়ের দাবি মোদিজি চা-ওয়ালা থেকে প্রধানমন্ত্রী হলে, কাঞ্চন কেন কাউন্সিলর হতে পারবে না। অন্যদিকে বিজেপি চা-ওয়ালা প্রার্থীর কাঞ্চনের অনুন্নয়নের অভিযোগ খণ্ডন করেছেন এবারের তৃণমূল প্রার্থী বিদায়ী কাউন্সিলর বাদল পুইতণ্ডি। আগামী দিনে পুরবোর্ড গঠন করার দাবিও জানিয়েছেন তিনি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Asansol Municipal Election: "প্রধানমন্ত্রী হতে পারলে..." পুরভোটে এবার বিজেপির চমক 'চা-ওয়ালা' কাঞ্চন!