রথ দেখা কলা বেচা! মেলায় রকমারি দোকানের মাঝে বিশেষ আকর্ষণ শ্রীকৃষ্ণের জীবনচক্র, শেষ হওয়ার আগে ঘুরে আসুন 'এই' মেলায়?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
Asansol Famous Fair: জন্মাষ্টমী উপলক্ষে বার্নপুর প্রান্তিক ক্লাবের পক্ষ থেকে মেলার আয়োজন। শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে দেবকীর সন্তানদের হত্যা, পুতনা রাক্ষস বধ, কংস বধ-সহ বিভিন্ন অংশ ফুটিয়ে তোলা হয়েছে এই মেলায়।
advertisement
1/6

<strong>পশ্চিম বর্ধমান, রিন্টু পাঁজা:</strong> মেলা কথাটির মধ্যে একটি বিশেষ আবেগ জড়িয়ে রয়েছে সকলের মধ্যেই। সে শান্তিনিকেতনের পৌষ মেলা হোক বা জেলা জেলায় বইমেলা অথবা অন্যান্য উৎসব নিয়ে মেলার আয়োজন হোক। মেলা হচ্ছে একটি মিলন ক্ষেত্র। এখানে একে অপরের সঙ্গে মিলিত হওয়া যায়। অনেক সময় এই মেলায় গিয়ে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় ফলে জমে যায় আড্ডা, গল্প খাওয়া দাওয়া, ঘোরাঘুরি। তাই মেলাকে মিলনক্ষেত্রও বলা হয়।
advertisement
2/6
মিষ্টি ভালবাসেন অনেকেই তার সঙ্গে যদি আবার বাহারি মিষ্টির আয়োজন হয় তাহলে মনে হয় কোনটা খাব আর কোনটা ছেড়ে দেব। একটা গোলকধাঁধায় পড়ে যায় অনেকেই। এই মেলাতেই পেয়ে যাবেন খাজা, গজা, মালপোয়া থেকে শুরু করে চিনি কাঠি, গুড় কাঠি। এই সব খেয়ে মনে হয় যেন মুখে একটু নোনতা খাবার পেলে ভাল হয়। সেই সঙ্গে পেয়ে যাবেন শেও ভাজা, নিমকি। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
3/6
মেলাতে যাওয়ার জন্য বাচ্চাদের মধ্যে একটা আলাদাই উন্মাদনা লক্ষ্য করা যায়। কেউ বাবা-মায়ের কাছে কেউ বা দাদু-দিদার কাছে বায়না ধরে বলে খেলনা গাড়ি, পুতুল কিনে দেওয়ার জন্যে। কেউ আবার ট্রই ট্রেনে চাপবে, আবার কেউ বলে হওয়ার মধ্যে বেলুন জাতীয় নরম তুলতুলে স্লিপারে চাপবে। সেখান চেপে তারা লাফালাফি, একটু আনন্দ উপভোগ করে, কেউ কেউ আবার মনের আনন্দে শুয়েও পড়ে।(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
4/6
গরমে হেঁটে মেলা ঘুরে মনে হয় শরীরটা যদি একটু ঠান্ডা করা যেত তাহলে ভাল লাগত। যেমন বলা তেমনই কাজ। হাতের কাছে পেয়ে গেলেন আইসক্রিম। সেই আইসক্রিম যদি হয় বাহারি স্বাদের এবং দাম মাত্র হাতের নাগালে তাহলে জমে যায় ব্যাপারটা। এখানে মাত্র ২০ টাকায় বাহারি স্বাদের আইসক্রিম পেয়ে যাবেন। যে আইসক্রিম খেতে রীতিমতো ভিড় করছেন অনেকে।(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
5/6
মেলা শুরু হলেই বিভিন্ন দোকানের পাশাপাশি বসে মেয়েদের সাজসজ্জার বিভিন্ন দোকান। কেউ বিক্রি করেন বাহারি দুল, গহনা আবার কেউ বিক্রি করেন মেকআপের বিভিন্ন জিনিস। সেই বাহারি গহনা গুলি কিনতে ভিড় করেন বাচ্চা মেয়ে থেকে শুরু করে মধ্যবয়স্ক মহিলারা।(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
6/6
জন্মাষ্টমী উপলক্ষে পশ্চিম বর্ধমানের আসানসোলে বার্নপুর প্রান্তিক ক্লাবের পক্ষ থেকে ক্লাবের মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গনের কাছেই রয়েছে পুজোর মন্ডপ। সেখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন জীবনচক্র ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে দেবকীর সন্তানদের হত্যা, পুতনা রাক্ষস বধ, কংস বধ-সহ বিভিন্ন অংশ ফুটিয়ে তোলা হয়েছে। বার্নপুর প্রান্তিক ক্লাবের সহ- সভাপতি তপন কুমার রায় বলেন, "বার্নপুর প্রান্তিক ক্লাবের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয় প্রত্যেক বছর জন্মাষ্টমীর সময়। এই মেলা চলবে আগামি ৩১ অগাস্ট পর্যন্ত। প্রত্যেকদিন প্রচুর মানুষের সমাগম হচ্ছে এখানে”।(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
রথ দেখা কলা বেচা! মেলায় রকমারি দোকানের মাঝে বিশেষ আকর্ষণ শ্রীকৃষ্ণের জীবনচক্র, শেষ হওয়ার আগে ঘুরে আসুন 'এই' মেলায়?