শান্তিনিকেতনের হস্তশিল্প এখন আসানসোলে, ৫ টাকায় হোমমেড চকলেট! একবার না গেলে মিস করবেন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
পুজোর আগে পাবেন ঢাকার জামদানি থেকে শুরু করে, ভাগলপুর স্পেশাল শাড়ি, বিশাল সম্ভার হাতের কাছেই।
advertisement
1/6

সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো মানেই বাঙালির সাজসজ্জা থেকে শুরু করে খাওয়া-দাওয়ার সব কিছুর জন্য একটা তোড়জোর ব্যস্ততা থাকে। সেই সাজসজ্জা জিনিস এবার আপনি পাবেন হাতের নাগালে। শাড়ি থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন ভ্যারাইটিজ গয়না পেয়ে যাবেন আপনি একই জায়গায়। পূর্ব বর্ধমান থেকে এসেছেন এক ব্যবসায়ী। তিনি বিক্রি করছেন ঢাকায় রাজশাহী, মীরপুরের কাতান শাড়ি, টাঙ্গাইলস তাঁত, নারায়ণগঞ্জ এর রেশম, কোটা মসলিন শাড়ি। ১৫০০ টাকা থেকে শুরু ২০ হাজার টাকা দামের শাড়ি আছে তার কাছে। অন্যদিকে ভাগলপুরের বিভিন্ন শাড়ির সন্ধান এখানে পেয়ে যাবেন। ভাগলপুর স্পেশাল মধুবনী প্রিন্ট শাড়ি, হ্যান্ড প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ব্লক প্রিন্ট, হ্যান্ডলুম এর বিভিন্ন শাড়ি, পাশাপাশি বেনারসী শাড়ি। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা, আসানসোল)
advertisement
2/6
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। এবার সেই শান্তিনিকেতনের হস্তশিল্পের জিনিস পাবেন এই প্রদর্শনীতে। শান্তিনিকেতন থেকে এসেছেন শর্বরী ধারা। তিনি বিক্রি করছেন ডোকরা, পোড়া মাটির গহনা, কলমকারী গহনা, বিভিন্ন ব্যাগ, মেয়েদের বিভিন্ন বাহারি গয়না। এছাড়াও পেয়ে যাবেন এক টুকরো সোনাঝুরি হাট। বাহারি পাঞ্জাবী থেকে শুরু করে মেয়েদের কুর্তি, বাহারি হাতের কাজ করা কুর্তি, পাঞ্জাবী, টি শার্ট পাবেন। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা, আসানসোল)
advertisement
3/6
পুরো বাড়িকে ও আপনার বাড়ির মন্দিরকে সুগন্ধি ময় করে তুলতে কিনতে পারেন ধূপবাতি। চিত্তরঞ্জন থেকে এসেছেন একজন। তার কাছে পেয়ে যাবেন বাড়িতে তৈরি করা ধূপবাতি, ঠাকুরের সাজের জিনিস পত্র, কাঁচা ধুপ কাঠি। ১০টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত আছে তার কাছে ধূপবাতি। আসানসোল মহীশিলা থেকে এসেছেন একজন। তার কাছে পাবেন পঞ্চবতি, চন্দন, কুস্তুতি, স্বর্ণলিলি, কপুর। এই সমস্ত সুগন্ধির ধুপবাতি পেয়ে যাবেন মাত্র ২০ টাকা থেকে। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা, আসানসোল)
advertisement
4/6
এমন কেউ নেই যিনি চকলেট ভালবাসেন না। আট থেকে আশি একপ্রকার সকলেই চকোলেট ভালবাসেন। সে খাবারের পরে হোক বা খাবারের আগে। চকোলেট যখন ইচ্ছা তখনই খাওয়া যায়। কখনও আবার মন চাঙ্গা করতেও চকলেট খাওয়া যায়। এবার সেই চকোলেট যদি বাড়ির তৈরি হয়, তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভাল লাগবে। আসানসোল মহিশীলা কলোনি থেকে এসেছেন অটবী চ্যাটার্জী। যিনি ডার্ক চকোলেট, রসমালাই, পুরো পান মসলা দিয়ে তৈরি চকোলেট, ব্লু বেরি, মিল্কীবার, ওরিও, মিক্স ফ্রুট এই বাহারি চকোলেট বিক্রি করছেন। দাম মাত্র ৫ টাকা পিস। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা, আসানসোল)
advertisement
5/6
টক-ঝাল-মিষ্টি খেতে অনেকেই ভালবাসেন। তারপরে সেটা যদি আবার হয় আচার, তাহলে জমে যায় বিষয় টা। সে ভাত খাওয়ার আগেই হোক বা ভাত দিয়ে খাবারের সঙ্গেই হোক। আচার পছন্দ করেন অনেকেই। এখানেও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আচার। কচি বাঁশের আচার, আমের টক ঝাল মিষ্টি, মিক্স এর মধ্যে টক মিষ্টি, টক ঝাল, লেবু, লংকা, রসুন এর আচার, আদা, ওল, করমচা, মিনতি আচার, চালতা, মিক্স ফ্রুট, কুলের আচার। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা, আসানসোল)
advertisement
6/6
কীভাবে আসবেন তাহলে এই প্রদর্শনীতে? প্রথমে আপনাকে আসানসোল আসতে হবে বাসে বা ট্রেনে করে। এরপরে বাস স্ট্যান্ড থেকে সোজা অটো করে বা কুলটি নিয়ামতপুর রুটের বাস ধরে নামতে হবে বি এন আর মোড়। সেখানে নেমে রবীন্দ্র ভবনের লাগোয়া রাস্তা দিয়ে সোজা হাঁটতে হবে। সামনেই পাবেন জেলা গ্রন্থাগার। ঠিক তার পাশেই চলছে এই প্রদর্শনী। এই প্রদর্শনী পেয়ে যাবেন আগামী ২৯ তারিখ পর্যন্ত। মহিলাদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী গড়ে তুলতেই এই প্রদর্শনীর আয়োজন। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা, আসানসোল)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
শান্তিনিকেতনের হস্তশিল্প এখন আসানসোলে, ৫ টাকায় হোমমেড চকলেট! একবার না গেলে মিস করবেন