TRENDING:

কফিতে চুমুক আর কলের গান! অন্যরকমভাবে সময় কাটাতে চলে আসুন এই কফি হাউসে, রইল ঠিকানা

Last Updated:
অফিসের কাজের ফাঁকে বা ছুটিতে পরিবারকে নিয়ে সময় কাটাতে আপনি আসতে পারেন এই কফি হাউসে
advertisement
1/6
কফিতে চুমুক আর কলের গান! অন্যরকমভাবে সময় কাটাতে চলে আসুন এই কফি হাউসে, রইল ঠিকানা
<strong>আসানসোল, রিন্টু পাঁজাঃ</strong> গ্রামোফোন দেখেছেন? আশির দশকের অনেকেই হয়তো এটি দেখেছেন। তবে বর্তমান সময়ের ছেলেমেয়েরা হয়তো এটি সম্পর্কে জানেন না। গ্রামোফোনকে বাংলা ভাষায় 'কলের গান'ও বলা হয়। একটা সময় এই গ্রামোফোন দিয়ে বাড়িতে বাজান হত সংগীত। ঐতিহ্যবাহী এই জিনিস আপনি যদি দেখতে চান তাহলে আপনি চলে আসতে পারেন আসানসোলের কথাঞ্জলি কফি হাউসে।
advertisement
2/6
কলকাতার কফি হাউসের আদলেই তৈরি করা হয়েছে এই কফি হাউস। ফলে কলকাতায় না গিয়েও এখানে বসেই পেতে পাবেন 'তিলোত্তমা'র ছোঁয়া। কফি হাউসের বাইরের পরিবেশ মনোমুগ্ধকর, সবুজ গাছে ঘেরা। পাশাপাশি কফি হাউসের সামনের দিকে রয়েছে একটি সেলফি জোন। এখানে এসে অনেকেই সেলফি তোলেন। (ছবি ও তথ্য- রিন্টু পাঁজা)
advertisement
3/6
অফিসের কাজের ফাঁকে বা ছুটিতে পরিবারকে নিয়ে সময় কাটাতে আপনি আসতে পারেন এই কফি হাউসে। এখানে পাবেন একাধিক ভ্যারাইটিজ কফি। প্লেন কফি, কোল্ড কফি থেকে ব্ল্যাক কফি, স্পেশ্যাল কফি- সব কিছু মিলবে। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা পেয়ে যাবেন। (ছবি ও তথ্য- রিন্টু পাঁজা)
advertisement
4/6
কফির সঙ্গে মুখরোচক পকোড়াও পেয়ে যাবেন এই কফি হাউসে। আড্ডা দিতে বসে চা বা কফির সঙ্গে পকোড়া বহু বাঙালির পছন্দ। সেই সঙ্গে আপনি পেট ভর্তি খাবারও খেতে পারবেন। এখানে পেয়ে যাবেন ধোসা, মোগলাই, চাউমিনের মতো নানা সুস্বাদু পদ। (ছবি ও তথ্য- রিন্টু পাঁজা)
advertisement
5/6
আপনি চাইলে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে এখানে কোনও রিউনিয়ন বা জন্মদিন উদযাপন করতে পারবেন। তার আগে যিনি কফি হাউসের দায়িত্বে রয়েছেন তাঁর সঙ্গে কথা বলে নিতে হবে। প্রত্যেকদিন দুপুর ১২টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত এই কফি হাউস খোলা থাকে। এখানে ঘুরতে আসা দেবপ্রিয় হাজরা বলেন, গ্রামোফোন সচরাচর দেখা যায় না। এটা একটা ইউনিক জিনিস। এখানে এসে কফি খাওয়ার পরে এই গ্রামোফোন দেখে খুবই ভাল লাগল। (ছবি ও তথ্য- রিন্টু পাঁজা)
advertisement
6/6
এখন প্রশ্ন হল, কীভাবে আসবেন এই কফি হাউসে? এর জন্য প্রথমে আপনাকে ট্রেনে বা বাসে করে আসতে হবে আসানসোল। এরপর সোজা চলে আসতে হবে আসানসোল বাস স্ট্যান্ড। সেখান থেকে অটো বা টোটো করে আপনাকে আসতে হবে বি এন আর মোড়। আপনি চাইলে কুলটি-নিয়মতপুর বা চিত্রা রুটের বাস ধরে বি এন আর মোড়ে আসতে পারেন। নিয়ামতপুর যাওয়ার রাস্তায় বামদিকেই রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় রয়েছে এই কফি হাউস। (ছবি ও তথ্য- রিন্টু পাঁজা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
কফিতে চুমুক আর কলের গান! অন্যরকমভাবে সময় কাটাতে চলে আসুন এই কফি হাউসে, রইল ঠিকানা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল