পুজো আসতেই ফটোশ্যুটের হিড়িক সোশ্যাল মিডিয়া জুড়ে! মহালয়ার আগেই রঙিন সোশ্যাল মিডিয়া
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
দুর্গাপুরের মেকআপ আর্টিস্টদের দাবি যুবতীদের মধ্যে দুর্গার সাজে সেজে ওঠার প্রবণতা খুবই বেড়েছে।
advertisement
1/6

পুজোর বাকি হাতে গোনা কয়েকটা দিন। আর মহালয়ার আগে মহিষাসুরমর্দিনী শুটের হিড়িক জেলাজুড়ে।
advertisement
2/6

শরতের শুরুতেই দুর্গাপুরের ফটোগ্রাফাররা আগমনির ফটোশুট করতে ব্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি মেকআপ আর্টিস্টরাও সেই সমস্ত যুবতীদের দুর্গার সাজে সাজিয়ে তাঁদের মাতৃরূপ ফুটিয়ে তুলছেন। একের পর এক আগমনির ছবি সোশ্যাল মিডিয়ায়।
advertisement
3/6
ফটোগ্রাফার জয়দেব সাহা জানান, শরতের পরিবেশটা দুর্গাপুরে অসাধারণভাবে ফুটে ওঠায় ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর হয়। দুর্গাপুরের ইচ্ছাপুর, কমলপুর এলাকায় প্রচুর কাশ ফুল ফোটে। এছাড়াও ব্যারেজ ও দামোদর নদীর পাশে মাইথন ড্যামে পাহাড়ের কাছে ও রানিগঞ্জে পুরনো জমিদার বাড়িতেও এই আগমনির ফটোশুট করা হয়। এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে।
advertisement
4/6
দুর্গাপুরের মেকআপ আর্টিস্টদের দাবি যুবতীদের মধ্যে দুর্গার সাজে সেজে ওঠার প্রবণতা খুবই বেড়েছে। পাশাপাশি এখন বাচ্চারাও আসছে। আসল চোখের মতো একই দেখতে তৃতীয় নেত্রটি এঁকে তার মধ্যেও মা দুর্গার প্রখর দৃষ্টি ফুটিয়ে তুলতে হয়।
advertisement
5/6
মডেলদের দাবি,আগমনী ফটোশুট বর্তমানে ফ্যাশন হলেও এই ছবি মানুষের শুভবুদ্ধির উদয় ঘটাচ্ছে। আগমনী ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই হু হু করে বাড়তে থাকে নেটিজেনদের প্রতিক্রিয়া ও মন্তব্য।
advertisement
6/6
প্রতিবছরের মতো এ বছরও শরতের কাশ আর নীল আকাশকে ব্যাকগ্রাউন্ড করে ইতিমধ্যেই দুর্গাপুরের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে আগমনী ফটোশুট। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
পুজো আসতেই ফটোশ্যুটের হিড়িক সোশ্যাল মিডিয়া জুড়ে! মহালয়ার আগেই রঙিন সোশ্যাল মিডিয়া