কঙ্কালসার রাস্তায় প্রাণ হাতে নিয়ে যাতায়াত! কবে ঠিক হবে? বড় আপডেট দিলেন জেলাশাসক
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
বন্যার জল নামতেই বেরিয়ে এসেছে একের পর এক রাস্তার কঙ্কালসার চেহারা
advertisement
1/6

<strong>পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ</strong> ঘাটাল এলাকায় বর্ষাকাল এলেই নেমে আসে বন্যার ভয়। দিনের পর দিন বন্যার জলে ডুবে থাকে গ্রামীণ রাস্তাঘাট। সেই জল পেরিয়েই স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়।
advertisement
2/6
এবার বন্যার জল নামতেই বেরিয়ে এসেছে একের পর এক রাস্তার কঙ্কালসার চেহারা। ঘাটাল ব্লকের অজবনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙাদহ সহ শহরে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলির অবস্থা ভয়াবহ। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান )
advertisement
3/6
অজবনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙাদহ এলাকায় রাস্তা ভেঙে যাওয়ায় বাঁশের মাচা তৈরি করা হয়েছে। সেই মাচা দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছেন সাধারণ মানুষ। একাধিক গ্রামের মানুষ, স্কুল-কলেজ পড়ুয়ারাও এর উপর নির্ভরশীল। একটু এদিক-ওদিক হলেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান )
advertisement
4/6
স্থানীয় বাসিন্দারা বলছেন, 'এভাবেই যাতায়াত করছি। এটা ঝুঁকির। বন্যার সময় কষ্ট হয়। এখন রাস্তাও বন্যার জলে খারাপ হয়ে গিয়েছে। আমরা চাই, রাস্তাটা ভাল করে মেরামত করা হোক'। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান )
advertisement
5/6
অজবনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, প্রাকৃতিক দুর্যোগে হঠাৎ হড়পা বানে বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে গিয়েছেন এবং দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছেন। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান )
advertisement
6/6
পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, 'সব রাস্তা ঠিক হয়ে যাবে। আমার কাছে অনেকগুলি আবেদন এসেছে যে এখানে রাস্তা করতে হবে কিংবা মেরামত করতে হবে। সেই তালিকা আমি দফতরে পাঠিয়েছি। আশা করি, অনুমোদন আসবে। কাজ হয়ে যাবে'। তবে স্থানীয় মহলে প্রশ্ন উঠছে, আশ্বাস মিললেও কবে হবে রাস্তা মেরামত? সেটাই এখন বড় উদ্বেগ। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান )
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
কঙ্কালসার রাস্তায় প্রাণ হাতে নিয়ে যাতায়াত! কবে ঠিক হবে? বড় আপডেট দিলেন জেলাশাসক