Arijit Singh: মাথায় সাদা টুপি, হঠাৎই রাস্তায় অরিজিৎ সিং! করাবেন বিশেষ ওয়ার্কশপ, দেখেই হইচই পড়ে গেল
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
জিয়াগঞ্জে পৌঁছে গিয়েছেন অরিজিৎ সিং। বিশ্বখ্যাত এই গায়ককে কাছ থেকে দেখার জন্য স্থানীয়দের মধ্যে ছিল অপার আগ্রহ।
advertisement
1/5

য়াগঞ্জ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের ভুমিপূত্র গায়ক অরিজিৎ সিং। তাঁর নাম জগৎ জোড়া বিখ্যাত। বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং জিয়াগঞ্জের লক্ষ্মী টকিজে তাঁর মিউজিক অ্যান্ড থিয়েটার ওয়ার্কশপ শুরু করতেই এলাকা জুড়ে দেখা গেল ব্যাপক উন্মাদনা।
advertisement
2/5
মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, ছাত্রছাত্রী ও সঙ্গীতপ্রেমীরা ভিড় জমাতে থাকেন ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য।
advertisement
3/5
এদিকে জানা গেছে, মুর্শিদাবাদের বহরমপুর সার্কিট হাউসে অবস্থান করছেন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। সেখান থেকেই তিনি আজই জিয়াগঞ্জে এসে অরিজিৎ সিং-এর এই বিশেষ ওয়ার্কশপে যোগ দেবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। রাজ্যপালের আগমনে ওয়ার্কশপে আরও বাড়তি গুরুত্ব ও উত্তেজনা যোগ হয়েছে।
advertisement
4/5
আগেই জিয়াগঞ্জে পৌঁছে গিয়েছেন অরিজিৎ সিং। বিশ্বখ্যাত এই গায়ককে কাছ থেকে দেখার জন্য স্থানীয়দের মধ্যে ছিল অপার আগ্রহ। ওয়ার্কশপের মাধ্যমে নতুন প্রজন্মকে সংগীত ও থিয়েটারের প্রতি আকৃষ্ট করা এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়েই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।
advertisement
5/5
রাজ্যপালের উপস্থিতিতে আজকের কর্মসূচি আরও বিশেষ হয়ে উঠবে বলেই মনে করছেন সবাই। জিয়াগঞ্জের লক্ষ্মী টকিজ123ঘিরে এখন উৎসবের আবহ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Arijit Singh: মাথায় সাদা টুপি, হঠাৎই রাস্তায় অরিজিৎ সিং! করাবেন বিশেষ ওয়ার্কশপ, দেখেই হইচই পড়ে গেল