TRENDING:

শীতের আমেজেই তো জমবে পিকনিক! 'স্পট' খুঁজছেন? কলকাতার কাছেই সবুজে ঘেরা সেরা ঠিকানা আপনার জন্য!

Last Updated:
Gardchumuk Tourism: পিকনিকের সেরা আনন্দ পেতে মাথাপিছু কম খরচে ঘুরে আসতে পারেন গড়চুমুক পর্যটন কেন্দ্র।
advertisement
1/5
শীতের আমেজেই তো জমবে পিকনিক! 'স্পট' খুঁজছেন? সবুজে ঘেরা সেরা ঠিকানা আপনার জন্য!
এই শীতের সময় মন ভাল করতে বেড়িয়ে আসুন গড়চুমুক পর্যটন কেন্দ্র! এবার এই শীতের মরশুমে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। নদীর তীরে প্রাকৃতিক মনোরম পরিবেশ। রয়েছে শিশু উদ্যান।
advertisement
2/5
হাওড়া জেলার মানুষের অন্যতম আকর্ষণ গড়চুমুক পর্যটন কেন্দ্র। উলুঘাটা সুইস গেট লাগোয়া দামোদর নদীর দক্ষিণ পাড়ে। নদীর কল ঘেঁষে প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য। সাজানো হয়েছে ফুলের বাগান।
advertisement
3/5
এর কাছেই ভাগীরথী ও দামোদর নদীর সঙ্গমস্থল। পাশেই রয়েছে গড়চুমুক চিড়িয়াখানা। ফলে দিন দিন আকর্ষণ বাড়ছে এই গড়চুমুক পর্যটন কেন্দ্রে।
advertisement
4/5
হাতে অল্প সময় থাকলে কয়েক ঘণ্টা কাটিয়ে মন ভালো করতে পারেন। অথবা দু-একটা দিন প্রকৃতির মাঝে নদীর কোলে সময় কাটাতে হলে এই স্থান আদর্শ।
advertisement
5/5
এখানে ১ হাজার টাকার বিনিময়ে ঘর ভাড়া পাওয়া যায়। একই সঙ্গে ন্যায্য মূল্যে খাবারের সুব্যবস্থা রয়েছে। পিকনিকের আনন্দ নিতে বহু মানুষ এখানে ভিড় জমায়। পিকনিকের জন্য সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে স্ন্যাকস লাঞ্চ ও দিন শেষে কফি বিস্কুট। দুপুরে খাসির মাংস সহ জন প্রতি ৯০০-১০০ টাকা। এবং মুরগির মাংস জন প্রতি ৭৫০-৮০০ টাকা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
শীতের আমেজেই তো জমবে পিকনিক! 'স্পট' খুঁজছেন? কলকাতার কাছেই সবুজে ঘেরা সেরা ঠিকানা আপনার জন্য!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল