TRENDING:

রাষ্ট্রপতির হাত থেকে সেরার পুরস্কার! বীরভূমের অনুপমের সাফল্যে গর্বিত বাংলা

Last Updated:
Birbhum News: স্কাউটিংয়ে জাতীয় গৌরব! রাষ্ট্রপতির হাত থেকে ‘সেরা রোভার’ সম্মান পেলেন বীরভূমের অনুপম চক্রবর্তী, ১৮ বছরের নিষ্ঠার স্বীকৃতি দেশজুড়ে প্রশংসিত
advertisement
1/6
রাষ্ট্রপতির হাত থেকে সেরার পুরস্কার! বীরভূমের অনুপমের সাফল্যে গর্বিত বাংলা
স্কাউটিং-এর জগতে গর্বের মুহূর্ত বয়ে আনলেন বীরভূমের সদাইপুর থানার চিনপাই গ্রামের যুবক অনুপম চক্রবর্তী। দীর্ঘ ১৮ বছরের নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি স্বরূপ 'সেরা রোভার' হিসেবে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হলেন তিনি।
advertisement
2/6
মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেশের সেরা ১৬ জন স্কাউট, গাইড, রোভার ও রেঞ্জারদের হাতে এই বিশেষ সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই তালিকায় জায়গা করে নেন বীরভূমের চিনপাই গ্রামের অনুপম চক্রবর্তী।
advertisement
3/6
অনুপম দীর্ঘদিন আসানসোল জেলা হাসপাতাল গ্রুপ ও ইস্টার্ন রেলওয়ে স্টেট অ্যাসোসিয়েশনের সদস্য।বর্তমানে তিনি পশ্চিম বর্ধমান জেলার শিশু সুরক্ষা ইউনিটের সঙ্গেও যুক্ত।
advertisement
4/6
ছোটবেলা থেকেই স্কাউট অ্যান্ড গাইডসের সঙ্গে যুক্ত অনুপম চক্রবর্তী। তিনি জানান, এই সম্মান আমার জীবনের অন্যতম বড় অর্জন। আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ।
advertisement
5/6
রাষ্ট্রপতি পুরস্কার স্কাউট ও গাইডদের জন্য দেশের সর্বোচ্চ স্বীকৃতি। প্রতি বছর প্রায় ১২০ জন স্কাউট-গাইডকে এই পদক প্রদান করা হয়, তবে তার মধ্যেও দেশজুড়ে লক্ষাধিক পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৬ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন।
advertisement
6/6
রোভার বিভাগের এই সাফল্যের পাশাপাশি অনুপম ‘হিমালয়ান উডব্যাজ’-এরও অধিকারী, যা স্কাউট প্রশিক্ষণে একটি গুরুত্বপূর্ণ মর্যাদা। তিনি আশাবাদী, এই অর্জন ভবিষ্যতে রেলে চাকরি পাওয়ার ক্ষেত্রেও তাঁকে সাহায্য করবে। অনুপমের এই সাফল্য শুধু তাঁর একার নয়—এটি গোটা বীরভূম তথা পূর্ব রেলের জন্য এক গর্বের মুহূর্ত।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
রাষ্ট্রপতির হাত থেকে সেরার পুরস্কার! বীরভূমের অনুপমের সাফল্যে গর্বিত বাংলা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল