Anubrata Mondal Kali Puja: গা ভর্তি ৫৭০ ভরি সোনা উধাও! কেষ্টর কালীমূর্তির গয়না কোথায়? বীরভূমে ঘটে গেল বড় ঘটনা!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Anubrata Mondal Kali Puja: অনুব্রতর উপস্থিতিতে ৫৭০ ভরি সোনা দিয়ে কালীর সাজ, তবে এই বছর নামমাত্র গয়নায় কালীকে সাজিয়ে তোলা হবে
advertisement
1/6

*বীরভূমে কালীপুজো হয় অনেক জায়গায়। তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডল। বোলপুরে অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ির পাশে কেষ্ট কালীপুজো হয় কয়েক বছর ধরে। তাঁর নিজের পাড়া নিচুপট্টির কালীপুজোর পাশাপাশি তিনি বোলপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কালীপুজো করেন। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*১৯৮৮ সাল থেকে শুরু হওয়া অনুব্রত মণ্ডলের কালীপুজোর জাঁকজমক ছিল না আগে। শুরুর দিকে কালী প্রতিমাকে আনুমানিক ৩০ থেকে ৪০ ভরি সোনার গহনা দিয়ে সাজানো হতো। কিন্তু যত দিন পেরিয়েছে সোনার গয়নার পরিমাণ ততটাই বেড়েছে। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*তৃণমূল সূত্রে খবর, ২০১৯ সালে ২৬০ ভরি সোনার গহনা দিয়ে কালীপ্রতিমাকে সাজিয়ে তুলেছিলেন কেষ্ট নিজের হাতে। ২০২০ সালে অতিমারির ওই ভয়ঙ্কর পর্বেও গহনার পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। তখন কালী মূর্তিকে প্রায় ৩২০ ভরি গহনা দিয়ে সাজিয়ে তুলেছিলেন অনুব্রত মণ্ডল। ২০২১ সালে সেই গহনার পরিমাণ বেড়ে হয় ৫৭০ ভরি। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*শুনতে অনেকের কাছে অবাক লাগলেও এটাই সত্যি। বর্তমান বাজারমূল্যে এই গহনার মূল্য তিন কোটি টাকারও বেশি। মুকুট, সীতাহার-সহ নানান ধরনের হার, চেন, চূড়, রতনচূড়, আংটি, চুড়ি, বালা, বাউটি, বাজুবন্ধ মিলিয়ে ওই বিপুল সোনার গহনা নিজের হাতে কালীকে পড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*গত বছর রাখি পূর্ণিমার দিন রাখির বদলে অনুব্রত মণ্ডলের হাতে পড়েছিল জেলের কড়া। অনুব্রতহীন পার্টি অফিসে গত বছর নমো নমো করে হয়েছিল কালীপুজো। অনুব্রতর উপস্থিতিতে যে পার্টি অফিসে নেতাকর্মী, বিধায়ক, সাংসদদের ভিড়ে উপচে পড়ত, সেই কার্যালয় গত বছর জনশূন্য ছিল। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*অনুব্রতর উপস্থিতিতে কালীপুজো সেই জৌলুস দেখা যায়নি। গত বছর মা-কালীকে ৫৭০ ভরির বদলে ৯ থেকে ১০ ভরি সোনার গহনা দিয়ে সাজানো হয়েছিল। এ বছরও মা কালীকে সেই একই পরিমাণ গয়না দিয়ে সাজানো হবে। তবে অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ার পর এই এত পরিমান সোনা কোথায় রয়েছে? কি হয়েছে সেই বিষয়ে তৃণমূলের কোনও কর্মী সমর্থক কিছু বলতে রাজি হয়নি। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal Kali Puja: গা ভর্তি ৫৭০ ভরি সোনা উধাও! কেষ্টর কালীমূর্তির গয়না কোথায়? বীরভূমে ঘটে গেল বড় ঘটনা!