Anubrata Mondal: 'দুই বন্ধু একসঙ্গে চলে যাব!' আর কতদিন রাজনীতিতে, 'অবসরের' ইঙ্গিত দিয়ে দিলেন অনুব্রত?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Supratim Das
Last Updated:
অনুব্রতর এই কথায় স্বভাবতই তৃণমূলের নেতা, কর্মীদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়৷
advertisement
1/6

জেল মুক্তির পর বীরভূমে ফিরে ফের নিজের হাতে দলীয় সংগঠনের রাশ তুলে নিয়েছেন৷ যদিও বিতর্কিত মন্তব্য এড়িয়ে প্রকাশ্যে অনেকটাই নমনীয় থাকছেন অনুব্রত মণ্ডল৷
advertisement
2/6
এ দিন বীরভূমের সিউড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে এসেও খোশ মেজাজেই ছিলেন অনুব্রত মণ্ডল৷ সবাইকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দেন৷
advertisement
3/6
সেই বৈঠকেই অনুব্রত বলেন, আমি নেতা নই, সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই। আমি মানুষের সঙ্গে ঝগটা ঝাঁটি করতে চাই না। মানুষের জন্য কাজ করতে চাই।
advertisement
4/6
শুধু তাই নয়, একটি প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, সিউড়ি (২) ব্লকের সভাপতি নরুল দল ছাড়তে চেয়েছিল৷ আমি তাই বললাম, আর একটা ভোট পার কর, দিদিকে আরেকবার মুখ্যমন্ত্রী করে দে, তারপর দুই বন্ধু এক সঙ্গে চলে যাবো।
advertisement
5/6
অনুব্রতর এই কথায় স্বভাবতই তৃণমূলের নেতা, কর্মীদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়৷ অনুব্রত অবশ্য বিষয়টি নিয়ে আর বিশেষ কিছু বলতে চাননি৷
advertisement
6/6
তবে তৃণমূল নেতা জানিয়েছেন, কালীপুজোর পর দলনেত্রীর সঙ্গে কথা বলে সিউড়ি (২) ব্লকে জনসভা করবেন তিনি৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: 'দুই বন্ধু একসঙ্গে চলে যাব!' আর কতদিন রাজনীতিতে, 'অবসরের' ইঙ্গিত দিয়ে দিলেন অনুব্রত?