Boro Maa Naihati: আচমকা হুড়োহুড়ি! বড়মার মন্দিরে পুজো দিলেন ইনি কে? তাঁকে ঘিরে হইচই নৈহাটিতে
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Boro Maa Naihati: নৈহাটির বড় মা কালীর মন্দিরে হঠাৎই পুজো দিতে হাজির বীরভূমের তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল।
advertisement
1/6

*নৈহাটির বড় মা কালীর মন্দিরে হঠাৎই পুজো দিতে হাজির বীরভূমের তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল।
advertisement
2/6
*গরুপাচার কাণ্ডে জেল হেফাজত থেকে সম্প্রতি পুলিশ আধিকারিককে অশ্লীল কথা, বারে বারে খবরের শিরোনামে উঠে আসেন বীরভূমের এই দাপুটে নেতা।
advertisement
3/6
*সেই রেশ কাটতে না কাটতেই, শুক্রবার সন্ধ্যায় নৈহাটির বড় মা কালীর মন্দিরে পুজো দিতে এলেন অনুব্রত। মন্দিরে প্রায় মিনিট কুড়ি সময়ের জন্য ছিলেন শাসক দলের এই নেতা।
advertisement
4/6
*সাধারণ ভক্তদের পাশাপাশি অনুব্রত মণ্ডলও নৈহাটির বড় মা কালীর কাছে পুজো দেন ডালা সহযোগে।
advertisement
5/6
*নৈহাটি বড়মা কালী মন্দির কমিটির তরফ থেকে সম্পাদক তাপস ভট্টাচার্য অনুব্রত মণ্ডলের হাতে, বড়মার একটি ছবিও তুলে দেন।
advertisement
6/6
*জানা গিয়েছে, বড়মার কাছে পুজো দিতেই তিনি এদিন এসেছিলেন। যদিও তার সঙ্গে অন্যান্য তৃণমূল নেতৃত্বকে সেভাবে দেখা না গেলেও এদিন বড়মার দর্শনে দোষ কাটানোর চেষ্টা করেন কালী ভক্ত অনুব্রত, এমনই মত ওয়াকিবহালমহলের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Boro Maa Naihati: আচমকা হুড়োহুড়ি! বড়মার মন্দিরে পুজো দিলেন ইনি কে? তাঁকে ঘিরে হইচই নৈহাটিতে