Anubrata Mondal: বাড়ির পুজোয় খোশ মেজাজে অনুব্রত, অষ্টমীর সকাল-দুপুরে কী করলেন? কী ছিল খাবারের মেনুতে? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Anubrata Mondal: অষ্টমীর অঞ্জলিতে শৈশবের গ্রামে অনুব্রত মণ্ডল, ঐতিহ্যের পুজোয় আনন্দে ভাসল হাটসেরান্দী...
advertisement
1/5

*অষ্টমীর দিন বীরভূমের নানুরের হাটসেরান্দী গ্রামে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। এই গ্রামেই শৈশব-কৈশোর কেটেছে জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের।
advertisement
2/5
*মণ্ডল পরিবারের বহু পুরোনো দুর্গাপুজো আজও অটুট ঐতিহ্য বহন করে চলেছে। অষ্টমীর দিনকে ঘিরে প্রতি বছর গ্রামজুড়ে আনন্দ-উৎসবের পরিবেশ তৈরি হয়।
advertisement
3/5
*এবারও সেই পুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল। গৃহ দেবতা দুর্গাঅষ্টমীর অঞ্জলি দিলেন। তাঁর উপস্থিতি গ্রামবাসীর উৎসবের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয়।
advertisement
4/5
*অঞ্জলি দেওয়ার পর অনুব্রত মণ্ডল বলেন, “খুব ভাল কাটছে। নিজের বাড়ির পুজো। সব মানুষ যেমন কাটায়, আমিও সেইভাবে কাটাচ্ছি। গ্রামের মানুষ যেমন আনন্দ করছে, আমিও গ্রামের লোকের সঙ্গে আনন্দ করছি।” তিনি জানান, এটি পুরুষানুক্রমিক রীতি, যেখানে অষ্টমীর দিনে গ্রামবাসী একত্রিত হয়ে অঞ্জলি দেন।
advertisement
5/5
*রাজনীতির প্রসঙ্গ এড়িয়ে তিনি স্মৃতিচারণ করেন শৈশবের পুজোর কথা। কাঁথা বিছিয়ে, হ্যাচাক দিয়ে পুজো হত তখন। আজও গ্রামবাসীর কাছে এই পারিবারিক পুজো এক আবেগের নাম, আর অষ্টমীর দিনে অনুব্রত মণ্ডলের উপস্থিতি সেই আবেগকে আরও উজ্জ্বল করে তোলে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: বাড়ির পুজোয় খোশ মেজাজে অনুব্রত, অষ্টমীর সকাল-দুপুরে কী করলেন? কী ছিল খাবারের মেনুতে? জানুন