Sundarbans Tiger Census: ব্যাঘ্রশুমারিতে সুখবর পর্যটকদের জন্য! সু্ন্দরবনে বাঘের সংখ্যা সেঞ্চুরি পার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sundarbans Tiger Census: সম্ভাবনা ছিল। অবশেষে বিশেষজ্ঞদের ধারণা সত্যি বলে প্রমাণিত হল। সুন্দরবনে বাঘের সংখ্যা পার হল সেঞ্চুরি।
advertisement
1/9

সম্ভাবনা ছিল। অবশেষে বিশেষজ্ঞদের ধারণা সত্যি বলে প্রমাণিত হল। সুন্দরবনে বাঘের সংখ্যা পার হল সেঞ্চুরি।
advertisement
2/9
মঙ্গলবার বিধানসভায় বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান সুন্দরবনে বাঘের সংখ্যা এ বছর হয়েছে ১০১।
advertisement
3/9
২০১৮ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৮৮। ২০১৪-এ এই সংখ্যা ছিল ৭৬। তার আগে ২০১০-এ বাদাবনে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল ৭৪ টি।
advertisement
4/9
গত বছর সুন্দরবনে বার্ষিক ব্যাঘ্রশুমারি শুরু হয়। দেশজুড়ে রাজ্যভিত্তিক বাঘগণনার অংশ ছিল এই উদ্যোগ।
advertisement
5/9
সু্ন্দরবন ব্যাঘ্র প্রকল্পে ক্যামেরা ট্র্যাপ বিশেষ কার্যকর হয় এই শুমারিতে। বনকর্মীদের পাশাপাশি এই প্রকল্পে জড়িত ছিলেন স্থানীয় বাসিন্দারাও।
advertisement
6/9
দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে ছড়িয়ে রয়েছে সুন্দরবন। অনেক সময়েই ঘন বনের সীমানা পেরিয়ে বাঘ চলে যায় অন্যত্র। ফলে চূড়ান্ত সংখ্যা সব সময় জানা যায় না।
advertisement
7/9
তবে সুন্দরীগাছের জঙ্গলে বাঘের সংখ্যা শতসংখ্যা পেরিয়েছে বলেই দাবি বিশেষজ্ঞদের।
advertisement
8/9
প্রসঙ্গত পরিবেশবিদদের মতে, বাঘের সংখ্যার উপর নির্ভর করে সুন্দরবনের বাস্তুতন্ত্র৷ তাই বাঘের সংখ্যা বৃদ্ধি পেলে সব দিক থেকেই মঙ্গল৷
advertisement
9/9
সুন্দরবনে বাঘের সংখ্যা সেঞ্চুরি পার করায় খুশি পরিবেশবিদ ও পরিবেশকর্মীরা৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sundarbans Tiger Census: ব্যাঘ্রশুমারিতে সুখবর পর্যটকদের জন্য! সু্ন্দরবনে বাঘের সংখ্যা সেঞ্চুরি পার