Bankura News: জনসংযোগ হচ্ছে না, বৃষ্টির সকালে চপ ভেজে এলাকার লোকজনকে খাওয়ালেন বিজেপি বিধায়ক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
BjP MLA of Bankura: সাতসকালে বিধায়ক বসে পড়লেন পাড়ায় চপ ভাজতে।
advertisement
1/5

বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ। করোনা আক্রান্ত হয়েছিলেন। ফলে জনসংযোগ হচ্ছিল না। এমনকী পার্টির কর্মসূচিতেও অংশ নিতে পারছিলেন না। তাই বাঁকুড়ার বিধায়ক অভিনব পন্থা নিলেন।
advertisement
2/5
বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর ডানা শনিবার সকাল থেকে বসে পড়লেন চপ ভাজতে। সেই চপ বিনা পয়সায় বিতরণ করলেন এলাকার মানুষদের মধ্যে।
advertisement
3/5
বিধায়ক নীলাদ্রি শেখর ডানার দাবি, তিনি এভাবেই জনসংযোগ করলেন। বহুদিন ধরেই তিনি বাড়ি থেকে বেরোতে পারছিলেন না। অসুস্থতার জন্য জনসংযোগ সম্ভব হচ্ছিল না। তাই শনিবার বৃষ্টির সকালে চপ ভেজে লোকজনকে খাইয়ে তিনি জনসংযোগ সারলেন।
advertisement
4/5
পাড়ার বিধায়ক, রান্নাঘরের বিধায়ক। শনিবার তিনি এমনটাই লিখে চপ ভেজে এলাকার লোকজনকে খাওয়ালেন।
advertisement
5/5
বিধায়ককে সাতসকালে পাড়ার মোড়ে চপ ভাজতে দেখে এলাকার লোকজন অবাক হয়ে যান। এভাবেও জনসংযোগ করা যায়! অভিনব পন্থা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: জনসংযোগ হচ্ছে না, বৃষ্টির সকালে চপ ভেজে এলাকার লোকজনকে খাওয়ালেন বিজেপি বিধায়ক