অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টিকর খাবার জোগাবেন উপভোক্তারাই! চালু হয়ে গেল 'কমিউনিটি বাস্কেট'
- Reported by:Aniket Bauri
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Anganwadi Centre: অগাস্ট মাস থেকে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কমিউনিটি বাস্কেট রাখা হয়েছে
advertisement
1/6

<strong>বাঁকুড়া, অনিকেত বাউরীঃ</strong> অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টিকর খাবারের যোগান দেবেন উপভোক্তারা নিজেরাই! জেলা প্রশাসনের তরফে নাকি ICDS কেন্দ্রগুলিতে এমনই নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
2/6
সকাল হলেই ICDS কেন্দ্রে শিশুরা একদিকে যেমন পড়াশোনা করে, অন্যদিকে তাঁদের জন্য পুষ্টিকর খাবার বানানো হয়। তবে অগাস্ট মাস থেকে জেলার এই ICDS কেন্দ্রগুলির ছবি একটু বদলেছে। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
3/6
বাঁকুড়ার বড়জোড়া ব্লক CDPO অফিসার পাপিয়া বিশ্বাস জানান, বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে অতি অপুষ্ট বাচ্চাদের জন্য সপ্তাহে তিন দিন করে কলা দেওয়া হচ্ছে এবং প্রত্যেক মাসের তৃতীয় সোমবার নির্দিষ্ট করে ECC ডে পালন করা হচ্ছে। এই দিন মেনুতে সয়াবিন রাখা হয় (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
4/6
এছাড়া বিশেষ করে অগাস্ট মাস থেকে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 'কমিউনিটি বাস্কেট' রাখা হয়েছে। উপভোক্তারা চাইলে এখানে নিজেদের স্বেচ্ছায় ও সামর্থ্য অনুযায়ী বাড়ির চাষ করা সবজি এনে দিতে পারেন। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
5/6
এই সবজি পরের দিন খাবারে ব্যবহার করা হবে। জানা যায়, এই 'কমিউনিটি বাস্কেট' করার উদ্দেশ্য হল, উপভোক্তারা যাতে ICDS-এর সঙ্গে যোগাযোগে থাকেন। সেই কারণেই এমনটা করা হয়েছে। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
6/6
বড়জোড়া বুড়ো শিবতলা বাউড়ী পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মামনি বাগদী নামের এক শিশুর মা বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি ঝুড়ি দেওয়া হয়েছে। তাই আমরা নিজেদের সামর্থ্য মতো এখানে সবজি দিচ্ছি। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টিকর খাবার জোগাবেন উপভোক্তারাই! চালু হয়ে গেল 'কমিউনিটি বাস্কেট'