Ancient Horse Race: ধান ক্ষেতে ধুলো উডিয়ে ছুটছে ঘোড়া! জয়নগরে চমক
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Ancient Horse Race: এই বাংলার ধান ক্ষেতে বিরাট চমক। জয়নগরে হয়ে গেল ঘোড়দৌড় প্রতিযোগিতা
advertisement
1/6

জয়নগর, লক্ষ্মীকান্তপুর, কুলপি, পাথরপ্রতিমা এই সমস্ত বিস্তীর্ণ এলাকা থেকে প্রায় ১৫ থেকে ১৬ টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
advertisement
2/6
এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তিনটি রাউন্ডে খেলা হয়। যে ঘোড়া প্রথম স্থান অধিকার করবে তার মালিকের মিলবে বিশেষ পুরস্কার।
advertisement
3/6
রেসের মাঠে নয়, টগবগিয়ে ঘোডা ছুটছে ধানের খেতে। তা দেখতেই নামল মানুষের ঢল। দক্ষিণ ২৪ পরগণার প্রাচীন ঐতিহ্যবাহী খেলা জয়নগরে।
advertisement
4/6
এই তীব্র দাবদহ উপেক্ষা করে বাংলার ঐতিহ্যবাহী খেলা দেখতে মাঠের চারপাশে উপচে পড়া দর্শকের সমাগম ঘোড়া দৌড় প্রতিযোগিতা ঘিরে সাজো সাজো রব।
advertisement
5/6
মূলত এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনতে এমনই আয়োজন জয়নগর সাশা পাড়া সদস্যদের।
advertisement
6/6
বিগত কয়েক বছর ধরে আজও তারা এই হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ ঘোড়া দৌড় টিকিয়ে রেখেছে।