বাসুদেব বাউলের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজ, নিজে হাতে ডাল-পালংশাক-চাটনি রাঁধলেন শিল্পী
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
মাটির থালায় পরিবেশন করা হবে ভাত, ডাল, পালং শাক, বেগুনভাজা, পটলভাজা, আলুপোস্ত, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা এবং নলেন গুড়ের পায়েস।
advertisement
1/6

*অনুব্রতর গড় বোলপুরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গেই কপ্টারে কলকাতা থেকে বীরভূম পৌঁছেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেতা অরবিন্দ মেনন।
advertisement
2/6
*শনিবার মেদিনীপুরে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজের পরে আজ বীরভূমের বাউল পরিবারে দুপুরের খাওয়া সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
advertisement
3/6
*দুপুর ১২.৩০ মিনিট নাগাদ শ্যামবাটিতে শিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মন্ত্রী।
advertisement
4/6
*ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রান্না। মাটির থালার ওপর কলাপাতায় মধ্যাহ্নভোজ সাজিয়ে দেওয়া হবে অমিত শাহকে।
advertisement
5/6
*এক্কেবারে বাঙালি খাবার খাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাটির থালায় পরিবেশন করা হবে ভাত, ডাল, পালং শাক, বেগুনভাজা, পটলভাজা, আলুপোস্ত, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা এবং নলেন গুড়ের পায়েস।
advertisement
6/6
*ইতিমধ্যেই সুন্দর করে আলপনা দিয়ে সাজানো হয়েছে খাওয়ার জায়গা৷ নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে বাউলের বাড়ি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বাসুদেব বাউলের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজ, নিজে হাতে ডাল-পালংশাক-চাটনি রাঁধলেন শিল্পী