TRENDING:

কৃষক বিক্ষোভের মধ্যেই আজ মেদিনীপুরের চাষির বাড়িতে অমিত শাহ, বাঙালি পদে মধ্যাহ্নভোজ

Last Updated:
advertisement
1/5
কৃষক বিক্ষোভের মধ্যেই আজ চাষির বাড়িতে অমিত শাহ, বাঙালি পদেই মধ্যাহ্নভোজ
পশ্চিম মেদিনীপুরের বালিজুড়ি গ্রামে ছাপোষা কৃষক বছর তিরিশের সনাতন সিং৷ তাঁর বাড়িই আজ যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে৷ কারণ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে আসছেন সনাতনের মাটির বাড়িতে৷ রাজ্য সফরে এসে সনাতনের বাড়িতেই আজ মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ Info and Photo- Paradip Ghosh
advertisement
2/5
দিল্লিতে কৃষক বিক্ষোভের মধ্যেই কৃষকের বাড়িতে অমিত শাহের মধ্যাহ্নভোজও বিশেষ তাৎপর্য্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের৷ বছর তিরিশের যুবক সনাতন বালিজুড়ি গ্রামেই চাষ করে সংসার চালান৷ সনাতন ছাড়াও তাঁর বাড়িতে রয়েছেন স্ত্রী, এক সন্তান, বাবা এবং মা৷ স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তাই গত কয়েকদিন ধরেই নিজেদের মাটির দুই চালার বাড়ি যতটা সম্ভব সাজিয়ে গুছিয়ে রেখেছেন সনাতন এবং তাঁর পরিবার৷ মাটির দেওয়ালের গায়ে সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে৷ লেখা হয়েছে 'স্বাগতম'৷ Info and Photo- Paradip Ghosh
advertisement
3/5
খাঁটি বাঙালি পদেই অমিত শাহের আপ্যায়নের ব্যবস্থা করেছে সনাতনের পরিবার৷ মেনুতে থাকছে ভাত, রুটি, শুক্ত, শাক ভাজা, লাউ দিয়ে মুগের ডাল, তিন রকম ভাজা, ফুলকপির তরকারি, টমেটো খেজুরের চাটনি৷ আর শেষ পাতে থাকছে গুড়ের রসগোল্লা৷ সনাতন জানিয়েছেন আরও পোস্তর বড়া এবং পনিরের দিয়ে আরও একটি পদ তাঁরা করতে চেয়েছিলেন৷ কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্বের পরামর্শেই এত পদ করা হয়নি৷ Info and Photo- Paradip Ghosh
advertisement
4/5
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে একটি পাকা ঘর তৈরি করেন সনাতন৷ সেখানেই অমিত শাহের জন্য রান্নার আয়োজন করা হয়েছে৷ অমিত শাহ ছাড়াও রাজ্য বিজেপি-র কয়েকজন শীর্ষ নেতা এ দিন সনাতনের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন৷ Info and Photo- Paradip Ghosh
advertisement
5/5
স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বলে এ দিন সকাল থেকেই সনাতনের বাড়িতে নিরাপত্তার চূড়ান্ত কড়াকড়ি ছিল৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে সনাতনের প্রতিবেশীদের মধ্যেও চূড়ান্ত আগ্রহ তৈরি হয়েছে৷ Info and Photo- Paradip Ghosh
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
কৃষক বিক্ষোভের মধ্যেই আজ মেদিনীপুরের চাষির বাড়িতে অমিত শাহ, বাঙালি পদে মধ্যাহ্নভোজ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল