Biharinath Hill: খরচ করে মেঘালয় যাওয়ার দরকার কি! কলকাতা থেকে নামমাত্র দূরেই রয়েছে এক টুকরো মেঘালয়, গেলেই মাত
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Biharinath Hill: বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় যেন এক টুকরো মেঘালয়। পাহাড়ে কোলে ভেসে বেড়ায় মেঘ।
advertisement
1/6

পর্যটনের জেলা বাঁকুড়া। বাঁকুড়া মানেই শুশুনিয়া পাহাড় কিংবা বিষ্ণুপুর, এমনটা নয়। বাঁকুড়ায় রয়েছে একটি অসাধারণ সুন্দর পাহাড়, যার উচ্চতা ৪৫১ মিটার এবং ঘটনাচক্রে এই পাহাড় বাঁকুড়ার সবচেয়ে উচ্চতম শৃঙ্গ। ঘন জঙ্গল, পাহাড় আর মেঘ যেন উপরি পাওনা।
advertisement
2/6
পাহাড়টির নাম বিহারীনাথ পাহাড়। রয়েছে আধ্যাত্মিকতার ছোঁয়া। বিহারীনাথের পূণ্যভূমিতে প্রতিবছর ভক্তদের ভিড় দেখা যায়। কলকাতা থেকে বিহারী নাচের দূরত্ব ২১৮ কিলোমিটার। রয়েছে খুব সহজেই পৌঁছে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা।
advertisement
3/6
হাওড়া থেকে সরাসরি বাঁকুড়া আসার একাধিক ট্রেন রয়েছে, আবার চাইলে দুর্গাপুর হয়েও আসা যায়। দুর্গাপুরে নেমে দুর্গাপুর স্টেশন থেকে বাস কিংবা গাড়ি ভাড়া করে অনায়াসে পৌঁছানো যায় বাঁকুড়া। এছাড়াও কলকাতা থেকে পাওয়া যায় বাঁকুড়াগামী বাস, সাড়ে তিন থেকে চার ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন বাঁকুড়া। গাড়িতে যাতায়াত করলে জাতীয় সড়ক ৬০ ধরে সরাসরি বিহারীনাথ পৌঁছানো যায়।
advertisement
4/6
কালবৈশাখীর সময় বিহারীনাথ পাহাড় যেন এক টুকরো মেঘালয়। পাহাড়ে কোলে ভেসে বেড়ায় মেঘ। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে হাতে সময় নিয়ে অবশ্যই আসতে হবে। সঙ্গে রয়েছে একাধিক 'সাইট সিনের' জায়গা। তবে বলাই বাহুল্য বিহারীনাথ পাহাড় এবং পাহাড় সংলগ্ন এলাকায় পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের থাকার 'অপশন'।
advertisement
5/6
জনপ্রিয় আধুনিক একটি রিসর্টের কর্ণধার সিদ্ধার্থ সেন জানান, "বাঁকুড়ার শুশুনিয়ার মতই বিহারীনাথও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ঘুরে দেখার প্রচুর জায়গা রয়েছে। বিহারীনাথ মন্দির থেকে শুরু করে এবং বিভিন্ন ঝর্ণা। বর্ষাকালটাই ঘুরে দেখার দারুণ সময়।"
advertisement
6/6
হোটেল নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সকলের জন্য রয়েছে মন ভরানো ব্যবস্থা। হোমস্টে থেকে শুরু করে গেস্ট হাউস এবং,আধুনিক রিসোর্ট বাদ থাকছে না কিছুই। সবচেয়ে বড় ব্যাপার একদম পাহাড়ের পাদদেশে পর্যটেকরা চাইলেই বিভিন্ন থাকতে পারেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Biharinath Hill: খরচ করে মেঘালয় যাওয়ার দরকার কি! কলকাতা থেকে নামমাত্র দূরেই রয়েছে এক টুকরো মেঘালয়, গেলেই মাত