শুধু কার্তিক পুজো নয় দুর্গাপুজোতেও থেমে নেই কাটোয়া, দশমীর রাতে মেতে উঠলেন শহরবাসী!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
প্রতিমা নিরঞ্জনের রাতে কাটোয়া শহর যেন এক আলোর মেলায় পরিণত হয়। রঙিন আলোকসজ্জা, কলকাতার বাজনার তালে তালে শহরের প্রতিটি কোণা প্রাণবন্ত হয়ে ওঠে।
advertisement
1/6

কাটোয়া শহরের মানুষের কাছে কার্তিক পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এক বিশাল সামাজিক উৎসব। বছরের পর বছর ধরে এই পুজো শহরের প্রধান উৎসব হিসেবে পরিচিত। এই দিন শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ছোট থেকে বড়, প্রত্যেকে আনন্দে শামিল হন। শহরের বিভিন্ন পাড়ায়, বিভিন্ন ক্লাব এবং পুজো কমিটি এই পুজোকে কেন্দ্র করে আয়োজন করে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দঘন মুহূর্তের। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/6
যদিও কার্তিক পুজো কাটোয়ার প্রধান আকর্ষণ, তবুও দুর্গাপুজোর জাঁকজমকও কিছু কম নয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কাটোয়াতেও সমান উৎসাহে পালন করা হয়। দুর্গাপুজোর সময় শহরের রাস্তাঘাট আলোকসজ্জায় ভরে ওঠে, বাজনার তালে তালে মাতোয়ারা হয়ে ওঠেন শহরবাসী। বিশেষ করে মহালয়া থেকে শুরু করে একাদশী পর্যন্ত প্রতিদিন শহরজুড়ে পূজোর আমেজ ছড়িয়ে থাকে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/6
দুর্গাপুজোর শেষ দিনে, অর্থাৎ বিজয়া দশমীর রাতে কাটোয়া শহর যেন এক মিলনমেলায় পরিণত হয়। প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় ঘটলেও, শহরবাসী উৎসবের আনন্দে ভেসে যান। প্রতিটি ক্লাব ও পুজো কমিটি নিজ নিজ প্রতিমাকে নিরঞ্জনের জন্য নিয়ে আসে দেবরাজ ঘাটে। ঢাকের বাদ্যি, বাজনার তালে তালে শহরবাসীর ভিড়ে ভরে ওঠে রাস্তাঘাট। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/6
কাটোয়ার দেবরাজ ঘাট দশমীর রাতে হয়ে ওঠে উৎসবের প্রধান কেন্দ্রবিন্দু। শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিমাগুলো একে একে এসে নিরঞ্জিত হয় এখানে। প্রতিমা নিরঞ্জনের সময় ছিল গভীর আবেগঘন পরিবেশ। দেবীর বিদায়ের সুর বেজে উঠলেও মানুষের ভিড়, আলোর ঝলকানি আর গান বাজনা শহরকে ভরিয়ে তোলে আনন্দে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/6
দশমীর রাতে দেবরাজ ঘাটে ছিল ভিড় সামলানোর জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা। কাটোয়া থানার পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। যাতে প্রতিমা নিরঞ্জন নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং শহরে কোনও অশান্তি বা দুর্ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসন ছিল সর্বদা সতর্ক। সাধারণ মানুষও নিরাপত্তা বলয়ে স্বস্তি নিয়ে প্রতিমা নিরঞ্জনের দৃশ্য উপভোগ করেন।তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
6/6
প্রতিমা নিরঞ্জনের রাতে কাটোয়া শহর যেন এক আলোর মেলায় পরিণত হয়। রঙিন আলোকসজ্জা, কলকাতার বাজনার তালে তালে শহরের প্রতিটি কোণা প্রাণবন্ত হয়ে ওঠে। দেবীর বিদায় বেদনা সত্ত্বেও শহরবাসী আনন্দে মাতেন। কাটোয়ার এই বিশেষ পরিবেশ প্রমাণ করে দেয়, এখানে কার্তিক পুজোর সঙ্গে দুর্গাপুজোও শহরবাসীর আবেগের সঙ্গে মিশে আছে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
শুধু কার্তিক পুজো নয় দুর্গাপুজোতেও থেমে নেই কাটোয়া, দশমীর রাতে মেতে উঠলেন শহরবাসী!