TRENDING:

East Bardhaman News: এত বড়! ৭ ইঞ্চি প্রজাপতি দেখে হতবাক গ্রামবাসী, চাঞ্চল্য পূর্ব বর্ধমানে

Last Updated:
প্রায় ৭ ইঞ্চি লম্বা এক বিশাল প্রজাপতিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর কাষ্ঠশালী চুপি পাখিরালয় সংলগ্ন এলাকায়।
advertisement
1/5
এত বড়! ৭ ইঞ্চি প্রজাপতি দেখে হতবাক গ্রামবাসী, চাঞ্চল্য পূর্ব বর্ধমানে
প্রায় ৭ ইঞ্চি লম্বা এক বিশাল প্রজাপতিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর কাষ্ঠশালী চুপি পাখিরালয় সংলগ্ন এলাকায়। সোমবার সকালে স্থানীয় এক বাসিন্দা প্রথমে এই অদ্ভুত আকারের প্রজাপতিটিকে দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
এরপর এলাকাবাসীর মধ্যে শুরু হয় তীব্র কৌতূহল। প্রজাপতিটিকে এক ঝলক দেখার জন্য ভিড় জমতে থাকে। অনেকে আবার নিজেদের মোবাইল ফোনে সেই প্রজাপতির ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই ওই বিরল প্রজাতির প্রজাপতি স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
কৌতূহল এতটাই চরমে পৌঁছায় যে একজন আবার স্কেল দিয়ে প্রজাপতির দৈর্ঘ্য মেপে দেখেন। দেখা যায়, সেটির আকার প্রায় ৭ ইঞ্চি। স্থানীয় বাসিন্দা সঞ্জয় সিং জানান, তিনি প্রজাপতিটির যাতে কোনও ক্ষতি না হয় সে বিষয়ে বিশেষ সতর্ক ছিলেন। দ্রুত বনদফতরের সঙ্গে যোগাযোগও করেন তিনি।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
পরে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রজাপতিটিকে উদ্ধার করে নিয়ে যান। কাটোয়া রেঞ্জার অফিসার শিবপ্রসাদ সিনহা জানিয়েছেন, “ওটা প্রজাপতি নয়, দেখে মনে হচ্ছে মথ। আমরা উদ্ধার করেছি, এখন তা নিয়ে চিন্তাভাবনা চলছে। তবে আকারে এটি কিছুটা বড়।”তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
বর্ধমানের এক পরিবেশপ্রেমি জানিয়েছেন, “ওটা আসলে এক ধরনের মথ। শীতের শুরুর দিকে এই ধরনের বড় আকৃতির মথ মাঝেমধ্যে বর্ধমানেও দেখা যায়।” বিরল এই দৃশ্যের সাক্ষী হতে পেরে কিছুটা অবাক এবং খুশি এলাকাবাসী।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: এত বড়! ৭ ইঞ্চি প্রজাপতি দেখে হতবাক গ্রামবাসী, চাঞ্চল্য পূর্ব বর্ধমানে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল