Krishna Janmashtami: জন্মাষ্টমীর মধ্যরাতে নিকষ অন্ধকারে ঢাকবে দিঘার জগন্নাথ মন্দির! কয়েক মুহূর্তের মধ্যে যা ঘটবে...চাক্ষুষ করবেন হাজার হাজার পর্যটক, ভক্ত
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Krishna Janmashtami: জন্মাষ্টমীর দিন রাত ১২টায় শ্রীকৃষ্ণের আগমনের সময় আচমকা নিভে যাবে গোটা জগন্নাথ ধামের সমস্ত আলো। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই ফের রংবাহারি আলোয় সেজে উঠবে জগন্নাথ ধাম।
advertisement
1/7

*জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘার পর্যটন মানচিত্র বদলে গিয়েছে। সমুদ্র কেন্দ্রিক এই পর্যটনকেন্দ্র এখন আধ্যাত্মিক ও ধর্মীয় স্থান হিসেবে ও পরিচিতি লাভ করেছে। দিঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার জন্মাষ্টমী উৎসব পালিত হবে। আর তারই প্রস্তুতি চলছে জোরকদমে।
advertisement
2/7
*ভক্তি, আনন্দ এবং ঈশ্বর প্রেমে এই প্রথম দিঘা জগন্নাথ ধামে হতে চলেছে জন্মাষ্টমীর অনুষ্ঠান। আর তাতেই প্রথম বছর থাকছে বাড়তি আকর্ষণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে এলাহী আয়োজন থাকছে দিঘা জগন্নাথ ধামে। মাঝরাত পর্যন্ত চলবে ভক্তিমূলক কার্যক্রম।
advertisement
3/7
*দিঘা জগন্নাথ মন্দিরের জন্মাষ্টমীর দিন বিশেষ রীতি পালিত হবে। মধ্যরাতে জগন্নাথ মন্দির-সহ মন্দির চত্বর অন্ধকারে ডুবে যাবে। জন্মাষ্টমীর দিন রাত ১২'টায় শ্রীকৃষ্ণের আগমনের সময় আচমকা নিভে যাবে গোটা জগন্নাথ ধামের সমস্ত আলো। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই ফের রংবাহারি আলোয় সেজে উঠবে জগন্নাথ ধাম। আর তা চাক্ষুষ করতে পারবেন ভক্তরাও।
advertisement
4/7
*প্রথম বছর জন্মাষ্টমীতে মদনমোহনের অভিষেক অনুষ্ঠানেও অংশ নিতে পারবেন ভক্তরা। জন্মদিনে মদনমোহনের অভিষেকের জন্য ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে ১০৮ তীর্থক্ষেত্রের জল। সেই জল ঢেলে ভগবানের অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ থাকছে তাদের।
advertisement
5/7
*ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমীর অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জগন্নাথ ধামে। ইসকন সন্ন্যাসীদের দ্বারা ইতিমধ্যে শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় নাড়ু তৈরীর কাজ। মন্দির সূত্রে খবর, জন্মাষ্টমীতে মধ্যরাতে মদনমোহন জিউকে অর্পণ করা হবে ১০০৮টি নারকেল নাড়ু, সঙ্গে থাকবে বাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের মিষ্টান্ন। পুজোপাঠের পর সেই সমস্ত নাড়ু এবং মিষ্টান্ন বিতরণ করা হবে ভক্তদের মধ্যে।
advertisement
6/7
*দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, "এদিন ভগবানকে ১০০৮টি নাড়ু অর্পণ করা হবে। এছাড়াও দিনভর চলবে বিভিন্ন রকম ভক্তিমূলক অনুষ্ঠান। আমাদের ইতিমধ্যে জন্মাষ্টমীর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্তে কয়েক সেকেন্ডের জন্য দিঘা মন্দির-সহ মন্দির চত্বরে সমস্ত আলো নিভে যাবে। তারপর আবার রংবাহারি আলোতে সেজে উঠবে মন্দির। ভক্তদের জন্য রাত্রি ১২'টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।"
advertisement
7/7
*প্রথম বছর দিঘা জগন্নাথ ধামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভিড় জমবে দিঘায়। সেই উপলক্ষে নিরাপত্তা সুনিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে জগন্নাথ ধাম চত্বরে। বিশেষ করে উইকেন্ডের ছুটিতে এই জন্মাষ্টমী পড়ায় এই বাড়তি ভিড়ের আশঙ্কা। পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, “জন্মাষ্টমীর দিন সকলে নিরাপত্তা সুনিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে এলাকায়।” সব মিলিয়ে প্রথমবার জন্মাষ্টমী পালনে দিঘা জগন্নাথ মন্দিরে চূড়ান্ত ব্যস্ত সন্ন্যাসীরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Krishna Janmashtami: জন্মাষ্টমীর মধ্যরাতে নিকষ অন্ধকারে ঢাকবে দিঘার জগন্নাথ মন্দির! কয়েক মুহূর্তের মধ্যে যা ঘটবে...চাক্ষুষ করবেন হাজার হাজার পর্যটক, ভক্ত