প্রতিবছর এই দিনটি আসলেই...আবেগে ভরে মন! কে তিনি? কার ছবিতে নার্সেরা মালা পরালেন জানেন?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
নাইট অ্যাঙ্গেলের জন্মদিন উপলক্ষে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের নার্সরা আন্তর্জাতিক নার্স দিবস পালন করেন, নাইট অ্যাঙ্গেলের ছবিতে মাল্যদান ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান.
advertisement
1/6

প্রতিবছর এই দিনটি ভোলেন না তারা, রোগী সেবার পাশাপাশি নাইট অ্যাঙ্গেলের ছবিতে মাল্যদান করে আন্তর্জাতিক নার্স দিবস পালন শান্তিপুরের সকল নার্সদের।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
নাইট অ্যাঙ্গেলের জন্মদিন উপলক্ষে ১৯৭৪ সাল থেকে পালিত হয় ইন্টারন্যাশনাল নার্স ডে। সেই কারণেই এই দিনটাতে বিশেষভাবে পালন করল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত নার্সরা।
advertisement
3/6
নাইট অ্যাঙ্গেলের ছবিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে তাকে শ্রদ্ধা এবং সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন শান্তিপুর স্টেট জেনারেল কর্মরত একাধিক নার্স এবং চিকিৎসক পবিত্র ব্যাপারী।
advertisement
4/6
নাইট অ্যাঙ্গেলের ছবিতে মাল্যদান করার পর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সকল নার্সদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান তিনি। তিনি জানান চিকিৎসা ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নার্সেরা।
advertisement
5/6
এ বিষয়ে এক কর্মরত নার্স বলেন নাইট অ্যাঙ্গেলের তৎকালীন সময়ে যে ভূমিকা পালন করেছিলেন তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। আমরাও চেষ্টা করি তারপর অনুসরণ করার।
advertisement
6/6
পাশাপাশি হাসপাতালের কর্মরত চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, চিকিৎসা ক্ষেত্রে সবথেকে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সে তারা হলেন নার্সরা। মানুষের যদি পরিষেবা দিতে হয় এবং সামাজিক কাজ করতে হয় তাহলে সকলকে বলব এই পেশায় আসার জন্য।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
প্রতিবছর এই দিনটি আসলেই...আবেগে ভরে মন! কে তিনি? কার ছবিতে নার্সেরা মালা পরালেন জানেন?