TRENDING:

Dog Show: চারপেয়েদের দুষ্টুমিষ্টি কেরামতি! ২৮ বছর পর বহরমপুরে গ্র্যান্ড ডগ শো, মেগা ইভেন্ট দেখতে দর্শকদের ভিড়

Last Updated:
Dog Show: মুর্শিদাবাদের বহরমপুরে নবারুণ সংঘের ময়দানে অনুষ্ঠিত হয় এই শো অনুষ্ঠিত হয়েছিল। বহুদিনের অপেক্ষা শেষে শহরে এমন আয়োজন ঘিরে প্রবল উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।
advertisement
1/8
চারপেয়েদের দুষ্টুমিষ্টি কেরামতি! ২৮ বছর পর বহরমপুরে গ্র্যান্ড ডগ শো
নবাবের শহর মুর্শিদাবাদে ফিরল এক অন্যরকম উৎসবের আবহ। দীর্ঘ ২৮ বছর পর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গ্র্যান্ড ডগ শোয়ের আসর বসায় বহরমপুর জুড়ে খুশির হাওয়া। সবাইকে টেক্কা দিয়ে কে সেরা পুরস্কার পেল দেখুন। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
2/8
ডগ শোতে প্রথম হল ক্যান কর্সো, যার নাম প্যান্থর। তৃতীয় হয়েছে সেন্ট বার্নার্ড, নাম টার্জন। বহরমপুর খাগড়া নিবাসী সৌমজিৎ বিশ্বাসের বাড়িতেই প্যান্থর ও সেন্ট বার্নার্ড টার্জন লালনপালন হয়। ফলে তাঁর হাতে দু'টি পুরস্কার আসায় তিনিও খুশি।
advertisement
3/8
মুর্শিদাবাদের বহরমপুরে নবারুণ সংঘের ময়দানে অনুষ্ঠিত হয় অল ব্রিড গ্র্যান্ড ডগ শো। বহুদিনের অপেক্ষা শেষে এমন আয়োজন ঘিরে পোষ্যপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।
advertisement
4/8
মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আসা পোষ্যপ্রেমীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রায় ২৫টি ভিন্ন ভিন্ন প্রজাতির অন্তত শতাধিক সারমেয় নিয়ে জমে ওঠে শোয়ের ময়দান।
advertisement
5/8
বড় প্রজাতির মধ্যে ছিল সেন্ট বার্নার্ড, ইংলিশ মাস্টিভ, ক্যান কর্সো, জার্মান শেফার্ড, রটওয়াইলার, ল্যাব্রাডর ও গোল্ডেন রেট্রিভার। পাশাপাশি দর্শকদের আকর্ষণ করে পোমেরিয়ান, কালচার পম, স্পিটজ, ককার স্প্যানিয়েল, শিৎজু, পাগের মতো ছোট প্রজাতির সারমেয়ও।
advertisement
6/8
প্রতিযোগিতায় কেবল সৌন্দর্য নয়, বিচার করা হয় পোষ্য সারমেয়র শারীরিক সুস্থতা, পরিচর্যার মান, স্বভাব ও প্রজাতিগত বৈশিষ্ট্য। অভিজ্ঞ বিচারকদের পর্যবেক্ষণের ভিত্তিতেই বিজয়ীরা নির্ধারিত হয়। বহু বছর ধরে কলকাতা বা মালদহের মতো শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই ধরনের বড় ডগ শো। ফলে মুর্শিদাবাদের মতো শহরে এমন আয়োজন ঘিরে স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়তি আনন্দ।
advertisement
7/8
প্রতিযোগীদের মতে, এই মঞ্চে আসার মূল উদ্দেশ্য পুরস্কার জেতা নয়। তাঁদের কাছে পোষ্যরা সন্তানের মতো। তাই নিজেদের ভালবাসার সঙ্গীকে নিয়ে একত্রিত হয়ে আনন্দ ভাগ করে নেওয়াই এই দিনের আসল প্রাপ্তি। দর্শকরাও পরিবার-পরিজন নিয়ে মাঠে ভিড় করেন, উপভোগ করেন ব্যতিক্রমী এই শো।
advertisement
8/8
আয়োজকদের উদ্যোগে খুশি পোষ্যপ্রেমীরা। তাঁদের দাবি, আগামী দিনেও যেন প্রতি বছর আরও বড় পরিসরে এই ধরনের ডগ শোয়ের আয়োজন করা হয়। সেই উদ্যোগে পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন তাঁরা। বহরমপুরের মাটিতে দীর্ঘ বিরতির পর এমন এক প্রাণবন্ত দিনে যেন নতুন করে প্রাণ পেলেন মুর্শিদাবাদের পোষ্যপ্রেমীরা। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Dog Show: চারপেয়েদের দুষ্টুমিষ্টি কেরামতি! ২৮ বছর পর বহরমপুরে গ্র্যান্ড ডগ শো, মেগা ইভেন্ট দেখতে দর্শকদের ভিড়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল